প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৮:০৯ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৮:১১ পিএম
তামিম ইকবালের সঙ্গে বিসিবির বৈঠকের খবরে ঢাকা পড়েছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার বিষয়টি। ক্রিকেটের বাইরের আলোচনা মিরপুরে মুখ্য হয়ে উঠলেও ক্রিকেটারদের মনোযোগ ছিল ফিটনেস পরীক্ষার দিকেই। গতকাল মিরপুরে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় সর্বোচ্চ ১৯.৫ স্কোর করেন নাজমুল হোসেন শান্ত। ফিটনেস পরীক্ষায় পাস মার্ক হিসেবে ধরা হয়েছিল ১৮.৬। বেশিরভাগ ক্রিকেটারই এই ধাপ পেরোতে ব্যর্থ হন।
আরও পড়ুন - ইয়ো ইয়ো টেস্টের চ্যালেঞ্জে ক্রিকেটাররা
তবে বিসিবি থেকে আগেই জানানো হয়েছিল, ফিটনেস পরীক্ষাকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্তির জন্য মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে না। বরং ক্রিকেটারদের ফিটনেস কী অবস্থায় আছে সেটা বুঝতেই নেওয়া হচ্ছে ইয়ো ইয়ো টেস্ট। গতকালের ওই ইয়ো ইয়ো টেস্টে বেশিরভাগ ক্রিকেটারের স্কোর আটকে ছিল ১৭-১৮’র মধ্যে। দ্বিতীয় সর্বোচ্চ ১৯.৩ স্কোর করেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। প্রাথমিক দলে থাকা ৩২ ক্রিকেটারের মধ্যে ফিটনেস পরীক্ষায় অংশ নেন ২১-২২ ক্রিকেটার।
ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নিয়ে জাতীয় দলের ট্রেইনার নিক লি বলেন, ‘সবার (টেস্টের) পারফরম্যান্স প্রায় একইরকম ছিল। এখানে এমন ক্রিকেটারও ছিল, যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ছিল না অথবা চোটে ছিল বা দলের বাইরে ছিল। তাদের কিছুটা কম ছিল। তবে সব মিলিয়ে কেউ কম গতিতে ছিল না। সবাই মোটামুটি একই ব্র্যাকেটে ছিল।’
ফিটনেস টেস্টের আগে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয়েছে। এখন এই প্রাথমিক দল থেকে এশিয়া কাপের জন্য ২১-২২ জনের দল ঘোষণা করবে বিসিবি। তাদেরকে নিয়ে আগামী ৮ আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। এই ক্যাম্পের পরই এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি।