প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৮:৩১ পিএম
আরব আমিরাত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে নেই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন তিনি। অনুশীলন শুরুর পর গণমাধ্যমকে উইলিয়ামসন জানান, আগের থেকে সুস্থ বোধ করছেন। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী।
চলতি বছরের এপ্রিলে হাটুর ইনজুরির জন্য অস্ত্রোপচারে টেবিলের যান উইলিয়ামসন। ফলে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন। এই ইনজুরি অবশ্য তার জন্য নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই ভুগছেন এই চোটে। এবার বিশ্বকাপের আগে পূর্ণ ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী উইলিয়ামসন।
তিনি বলেন, ‘সুস্থ হওয়ার জন্য আরও কিছু কাজ করতে হবে।’ ফিট হওয়ার জন্য ইতোমধ্যে মাউন্ট মঙ্গানুইতে দলের সঙ্গে কাজ শুরু করেছেন উইলিয়ামসন। বিশ্বকাপের আগে আরব আমিরাত ও ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে সেখানে অনুশীলন ক্যাম্প করছে নিউজিল্যান্ড দল। সেখানে যোগ দিয়ে উইলিয়ামসন বলেন, ‘ক্যাম্পে ভালো কিছু করার জন্য লক্ষ্য রাখছি। এখানে যোগ দিতে পেরে ভালো লাগছে। অল্প স্বল্প অনুশীলন করছি।’
কিউই কোচ গ্যারি স্টিড উইলিয়ামসনের ব্যাপারে বলেন, ‘তাকে দেখে ভালো লাগছে। ব্যাটিং শুরু করেছে। এখনই আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করার মতো সুস্থ হয়ে ওঠেননি। সে সুস্থ হওয়ার পথে আছে।’