প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৮:৪৮ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৯:০৬ পিএম
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ রানে হারে ভারত। স্বাগতিকদের বিপক্ষে হারের পর জরিমানার কবলে পড়েছে। স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে ভারত। আইসিসির নতুন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার বেশি সময় লাগায় ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় দলকে। একই ম্যাচে জরিমানার মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার বাকি থাকায় তাদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ।
বৃহস্পতিবার তারৌবাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেটে ১৪৫ রানে থামে ভারতের ইনিংস। উইন্ডিজদের ব্যাটিং ইনিংসে বোলিং শেষ করতে এক ওভার বেশি সময় লাগায় ভারত। ফলে তাদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
অন্যদিকে ভারতের ব্যাটিং ইনিংসে বোলিং শেষ করে দুই ওভার বেশি সময় লাগায় স্বাগতিকরা। ফলে তাদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ১০ শতাংশ। ম্যাচ শেষে দুই দলের বিপক্ষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অভিযোগ তোলেন দুই আম্পায়ার গ্রিগোরি ব্রাথওয়েট ও প্যাট্রিক গুস্টার্ড। দুই দল অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।