× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘণ্টায় ১৪০ কি.মি গতির বল খেলে প্রস্তুত হচ্ছেন পান্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৯:৩২ পিএম

ঘণ্টায় ১৪০ কি.মি গতির বল খেলে প্রস্তুত হচ্ছেন পান্ত

এশিয়া কাপ ও ঘরের মাঠে বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে ভারতীয় ক্রিকেটাররা। চোটে আক্রান্ত ক্রিকেটাররা নিজেদের ফিট করতে ব্যস্ত সময় পার করছেন ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট একাডেমিতে। তাদের মধ্যে আছেন জাসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণ ও লোকেশ রাহুলের মতো ক্রিকেটার। লক্ষ্য পুরোপুরি চোট সারিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া। উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তের লক্ষ্যটা অবশ্য তা নয়। এই ব্যাটার নিজেকে প্রস্তুত করছেন মাঠের ক্রিকেটে ফিরে আসতে। সেই লক্ষ্যে নেটে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বল মোকাবেলা করছেন তিনি।

এর আগে, গত বছরের ডিসেম্বরে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় কোনো রকমে প্রাণে বাঁচেন ঋষভ। তবে গুরুতর আহত। এরপর দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হয়েছে তাকে। পরে জানা যায়, প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।

ঋষভের বর্তমান অবস্থা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টস জানিয়েছে, ‘ঋষভের পুনরুদ্ধারের প্রক্রিয়া বেশ ভালো। তিনি এখন ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতিতে বল মোকাবেলা করতে শুরু করেছেন। তিনি যেভাবে তার সুস্থতার পথে প্রতিটি বাধা অতিক্রম করছেন তাতে আমরা সবাই আনন্দিত। তার পরবর্তী টার্গেট হবে বৃহত্তর এবং দ্রুত শরীরের নড়াচড়ার দিকে মনোনিবেশ করা, যা আমরা আগামী কয়েক মাসের মধ্যে অর্জন করতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা