প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৯:৩২ পিএম
এশিয়া কাপ ও ঘরের মাঠে বিশ্বকাপ সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে ভারতীয় ক্রিকেটাররা। চোটে আক্রান্ত ক্রিকেটাররা নিজেদের ফিট করতে ব্যস্ত সময় পার করছেন ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট একাডেমিতে। তাদের মধ্যে আছেন জাসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণ ও লোকেশ রাহুলের মতো ক্রিকেটার। লক্ষ্য পুরোপুরি চোট সারিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া। উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তের লক্ষ্যটা অবশ্য তা নয়। এই ব্যাটার নিজেকে প্রস্তুত করছেন মাঠের ক্রিকেটে ফিরে আসতে। সেই লক্ষ্যে নেটে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির বল মোকাবেলা করছেন তিনি।
এর আগে, গত বছরের ডিসেম্বরে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় কোনো রকমে প্রাণে বাঁচেন ঋষভ। তবে গুরুতর আহত। এরপর দীর্ঘ সময় হাসপাতালে কাটাতে হয়েছে তাকে। পরে জানা যায়, প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
ঋষভের বর্তমান অবস্থা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম রেভস্পোর্টস জানিয়েছে, ‘ঋষভের পুনরুদ্ধারের প্রক্রিয়া বেশ ভালো। তিনি এখন ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি গতিতে বল মোকাবেলা করতে শুরু করেছেন। তিনি যেভাবে তার সুস্থতার পথে প্রতিটি বাধা অতিক্রম করছেন তাতে আমরা সবাই আনন্দিত। তার পরবর্তী টার্গেট হবে বৃহত্তর এবং দ্রুত শরীরের নড়াচড়ার দিকে মনোনিবেশ করা, যা আমরা আগামী কয়েক মাসের মধ্যে অর্জন করতে চাই।’