× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইন্ডিজের বিপক্ষে হারের দায় ব্যাটারদের ওপর চাপালেন পান্ডিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১১:২৮ এএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১২:২৩ পিএম

উইন্ডিজের বিপক্ষে হারের দায় ব্যাটারদের ওপর চাপালেন পান্ডিয়া

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতেও ভারতকে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ছোড়া ১৫৩ রানের টার্গেট ৭ বল ও ২ উইকেট হাতে রেখে টপকে গেছে ক্যারিবীয়রা। তাতে সিরিজে ২-০তে লিড নিয়েছে রোভম্যান পাওয়েলের দল। বিষয়টি হালকাভাবে নিতে পারছেন না ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচ হেরে ব্যাটারদের ওপর দায় চাপিয়েছেন তিনি।

দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ১৮ রানে ২ উইকেট হারায় দলটি। এরপর তিলক ভার্মা এসে ঈশান কিষানকে সঙ্গ দিলেও মন্থর গতিতে ব্যাট চালিয়েছেন দুজনই। ২৩ বলে ২৭ রান করে কিষান ফেরার পর কারও সঙ্গ পাচ্ছিলেন না ভার্মা। ১৬তম ওভারে এসে সাজঘরের পথ ধরতে হয় তাকেও। সাজঘরে ফেরার আগে ৪১ বলে ৫১ রান আসে তার ব্যাট থেকে। এরপর শেষ দিকে কোনোরকমে দেড়শ পেরোয় ভারত। হার্দিকের দলের ইনিংস থামে ৭ উইকেটে ১৫২ রানে।

মাঝারি লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছে আরও ভয়াবহ। ২ রানে ২ উইকেট খুইয়ে ফেলে তারা। এরপর কাইল মাইয়ার্সও ফেরেন দ্রুতই। তবে দলকে লক্ষে রেখেছিলেন নিকোলাস পুরান। অধিনায়ক পাওয়েলকে নিয়ে জয়ের পথে এগোতে থাকেন তিনি। পাওয়েল ২১ রানে ফেরার পর পুরান ফিরে যান ৪০ বলে ৬৭ রানের ইনিংস খেলে। এরপর মাঝে দ্রুত উইকেট পড়ায় চাপ বাড়লেও দলকে ঠিকই জয় এনে দিয়েছেন আকিল হোসেন ও আলজারি জোসেফ।

ম্যাচ হারের পর ব্যাটারদের ওপর দায় চাপিয়ে ভারতীয় অধিনায়ক পান্ডিয়া বলেন, ‘ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। উইকেট পড়ে যাচ্ছিল এবং ট্র্যাকটি ধীরগতির ছিল। আমরা ১৬০ প্লাস করার মতো যথেষ্ট ভালো ছিলাম না। পুরান যেভাবে ব্যাটিং করেছে তা আমাদের ম্যাচ জয় কঠিন করে তুলেছে। সে স্পিনারদের বিপক্ষে উইকেটের দুই প্রান্ত থেকেই যেভাবে ব্যাট করেছে, তা অবিশ্বাস্য ছিল। মনে হচ্ছিল আমাদের সাতজন ব্যাটার নিয়ে খেলতে হবে। বোলাররা আপনাতে ম্যাচ জেতাবে। কাজেই আমাদের বের করতে হবে কীভাবে ৮, ৯ ও ১০ নম্বর থেকে ব্যাটিংশক্তি পাই। মোট কথা, ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা