× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রুমানাকে সতর্ক করল বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ২১:৩৫ পিএম

রুমানাকে সতর্ক করল বিসিবি

‘নো মোর ক্রিকেট’ লিখে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্রিকেট মহলে আলোচনা তৈরি করেন বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। পরে অবশ্য এই নিয়ে কোনো কথাই বলেননি। আজ তাকে মিরপুরে ডেকে সতর্ক করে দিয়েছে বিসিবির নারী উইং। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি জানান, রুমানা ভুল বুঝতে পেরে খেলায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন - অপেক্ষার আহ্বান লিটনের

বাংলাদেশকে ১৩৪ ম্যাচে প্রতিনিধিত্ব করা রুমানা আভাস দেন ক্রিকেট ছেড়ে দেবেন। মূলত টানা দুই সিরিজে দলে সুযোগ না পাওয়ায় ক্ষোভে এই সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত বিসিবির সতর্কতায় ক্রিকেট থেকে দূরে সরার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন রুমানা। 

গণমাধ্যমকে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘তাদেরকে (ক্রিকেটারদের) আমরা সব সময় সমর্থন দিয়ে যাই, তাদের কোনো সমস্যা হলে আমরা দেখি, যেকোনো সমস্যায় আমরা তাদের সহযোগিতা করতে চাই। এটা তো আমাদের একটা প্রক্রিয়ার মধ্যেই আছে। তার সঙ্গে কথা বলছি। সে যে বিষয়গুলো অনুমান করে এটা করেছে সেটা আমরা তাকে (রুমানা) বুঝিয়ে দিয়েছি। তাকে বলা হয়েছে কোচ ও নির্বাচকদের সঙ্গে কথা বলার জন্য, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা