× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে ভারতকে সতর্ক করল পাকিস্তান কিংবদন্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১২:৫২ পিএম

বিশ্বকাপে ভারতকে সতর্ক করল পাকিস্তান কিংবদন্তি

দীর্ঘ এক যুগ পর ফের ঘরের মাঠে বিশ্বকাপ। এবারও নিজেদের মাটিতে হওয়া বিশ্বকাপ উঁচিয়ে ধরবে ভারত; রোহিত শর্মার দলকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা এমনটিই। সেই লক্ষ্যে নিজেদের প্রস্তুতও করছে ভারতীয় দল। এখন অপেক্ষা মাঠের খেলায় নিজেদের সেরাটা দিয়ে সোনালি ট্রফি উঁচিয়ে ধরা। তবে এই কাজটি মোটেও সহজ হবে না ভারতের জন্য; এমনটিই মনে করেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। 

বিশ্বকাপ মাঠে গড়ানোর দুই মাসও বাকি নেই। এদিকে দলে বেশ কিছু জায়গা নিয়ে জটিলতাই ভারত। চার নাম্বার পজিশনে সেট হতে পারেননি সূর্যকুমার যাদব। একই পজিশনের জন্য ভাবা হচ্ছে শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও সাঞ্জু স্যামসনকে। তবে সমস্যা হলো কেউই পুরোপুরি ফিট নন। এদিকে দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়েও আছে ধোঁয়াশা। আয়ারল্যান্ড সফরের দলে তাকে রাখা হলেও পুরোপুরি ফিট নন তিনি। স্পিন অলরাউন্ডার নিয়েও আছে দ্বিধা। রবীন্দ্র জাদেজা কিংবা রবীচন্দ্রন অশ্বিনের যে কাউকে রাখতে হবে।

তাছাড়া সমস্যা আছে আরও। বিশ্বকাপের আয়োজক হওয়ায় সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। প্রতিটি ম্যাচেই নিজেদের সমর্থকে পূর্ণ থাকবে স্টেডিয়াম। জয়ে বাহবা যেমন মিলবে হারলে রোহিতদের তুলোধুনো করতেও ছাড়বে না সমর্থকরা। এই পরিস্থিতিতে প্রত্যাশার চাপে পুড়তে পাবে ভারত এমনটিই মনে করেন ওয়াসিম।

সম্প্রতি রেডিও হানজিতে ওয়াসিম আকরাম বলেন, ‘অবশ্যই... ভারতে মোহাম্মদ শামি আছে, যিনি খুব চিত্তাকর্ষক এবং স্বপ্নের মতো বোলিং করছেন, তবে বুমরাহকে ফিট থাকতে হবে। আমি জানি না ফিটনেসের দিক থেকে তার অবস্থা কি? তবে সে যদি ভালো থাকে, তাহলে এটা একটা বিশাল পার্থক্য তৈরি করবে। এছাড়াও, তাদের ভাল স্পিনার এবং অলরাউন্ডার রয়েছে - জাদেজা ও অশ্বিন- দেখা যাক কে খেলে। ভারত থেকে সত্যিই কিছু ভাল খেলোয়াড় এসেছে কিন্তু হোম গ্রাউন্ডের কিছু অসুবিধা রয়েছে। ২০১১ সালে, ভারত জিতেছিল কিন্তু সবসময় একটি অতিরিক্ত চাপ থাকে। পাকিস্তানের ক্ষেত্রেও তাই। স্বাগতিক হলে তাদের ওপর চাপ থাকত।’

আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচ ভেন্যু নিয়ে বাঁ-হাতি সিমার বলেন, ‘আমি এটি আগেও বলেছি এ নিয়ে। যদি আমাকে একটি নির্দিষ্ট তারিখে এবং একটি নির্দিষ্ট ভেন্যুতে খেলতে বলা হয়, আমাকে খেলতে হবে। আহমেদাবাদ হোক, চেন্নাই হোক, কলকাতা হোক বা মুম্বাই হোক... এটা খেলোয়াড়দের প্রভাবিত করে না। তাই শুধু খেলুন এবং এটা নিয়ে চিন্তা করবেন না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা