× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমালোচনার পর পিসিবির ভিডিওতে ইমরান খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ১০:৪৪ এএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ১১:৩৩ এএম

সমালোচনার পর পিসিবির ভিডিওতে ইমরান খান

১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির ক্রিকেট ইতিহাস নিয়ে ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয় পিসিবির সামাজিক যোগাযোগমাধ্যমে। যে ভিডিওতে দেশটির ক্রিকেট ইতিহাসের গৌরবোজ্জ্বল মুহূর্তগুলো উঠে এলেও রাখা হয়নি দেশটির প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে; যা ভালোভাবে নেননি দেশটির সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ভিডিওটি সরিয়ে এ ভুলের জন্য পিসিবিকে ক্ষমা চাইতে বলেন তিনি। এরপর বুধবার রাতে ভিডিওটি আপডেট করেছে পিসিবি। যেখানে রাখা হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানকে।

ওই ভিডিও প্রকাশের পর দেশটিতে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল পিসিবিকে। পাকিস্তানের বাইরেও এ ঘটনা বেশ সাড়া ফেলেছে। রাজনীতি ও ক্রিকেটকে একসঙ্গে না মেলানোর পরামর্শ তাদের। পাকিস্তান ক্রিকেট সমর্থকরাও বিষয়টি ভালোভাবে নিতে পারেননি। এর জন্য পিসিবিকে ক্ষমাও চাইতে বলা হয়। পরে বিষয়টি পিসিবির নজরে এলে ভিডিওটি সরিয়ে নিয়ে ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ককে রেখে আরেকটি ভিডিও প্রকাশ করে পিসিবি।

ভিডিওটির ক্যাপশনে পিসিবি লেখে, ‘পিসিবি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ পর্যন্ত একটি প্রচারমূলক প্রচারণা শুরু করেছে। এ বিষয়য়ে ১৪ আগস্ট একটি ভিডিও আপলোড করা হয়েছিল। এর দৈর্ঘ্যের কারণে ভিডিওটি সংক্ষিপ্ত করা হয়েছিল এবং কিছু গুরুত্বপূর্ণ ক্লিপ অনুপস্থিত ছিল। ভিডিওটির সম্পূর্ণ সংস্করণে এটি সংশোধন করা হয়েছে।’

এর আগে পিসিবির উদ্দেশে নিজের ভেরিফায়েড টুইটার পেজে ওয়াসিম লেখেন, ‘লম্বা ফ্লাইট ও ট্রানজিট পার করে শ্রীলঙ্কায় এলাম। এসে আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেলাম। পাকিস্তানের ক্রিকেট ইতিহাস নিয়ে পিসিবির ছোট্ট ভিডিওতে দেখলাম ইমরান খান নেই...।’

মূলত রাজনৈতিক কারণেই রাখা হয়নি ইমরান খানকে; যা ভালো লাগেনি ওয়াসিমের। তিনি এ নিয়ে বলেন, ‘রাজনৈতিক মতাদর্শের পার্থক্যটা বাদ দিই। কিন্তু ইমরান খান বিশ্ব ক্রিকেটের আইকন। পাকিস্তানকে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার পথ দেখিয়েছেন তিনি। পিসিবির উচিত ভিডিও মুছে ফেলা ও ক্ষমা চাওয়া।’

ওয়াসিমের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশটির নারী দলের সাবেক অধিনায়ক উরুজ মুমতাজও, ‘পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের রোমন্থন করা হচ্ছে, সেখানে ১৯৯২ বিশ্বকাপের ১১টি ছবি ব্যবহার করা হয়েছে। কিন্তু দেশের হয়ে খেলা সর্বকালের সেরা ক্রিকেটারের একটা ছবিও নেই! ইমরান খান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা