এলপিএল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ০০:১১ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ০০:২৬ এএম
প্রথম কোয়ালিফাইয়ার খেলেও ফাইনালে উঠতে পারেনি গল টাইটানস। সে ম্যাচে তাদের হতাশ করে ডাম্বুলা অরা। এবার দ্বিতীয় কোয়ালিফাইয়ারেও তাদের হৃদয় ভেঙে চুরমার। সাকিব-লিটনদের ৩৪ রানে হারিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফাইনালে নাম লিখেছে বি লাভ ক্যান্ডি।
আরও পড়ুন : সৌরভের চোখে সেমিতে যারা
বোলিংটা ভালোই করলেন সাকিব আল হাসান। ৪ ওভারে ২৪ দিয়ে নিলেন একটি উইকেটও। প্রতিপক্ষ বি লাভ ক্যান্ডিও আটকে যায় মাঝারি মানের পুঁজিতে। কিন্তু তার ব্যাটিং হলো যাচ্ছে তাই বাজে। ১৫ বলে এনে দিলেন মাত্র ১৭ রান। তবে ওপেনিং নেমে আজ রান পেয়েছেন লিটন ২৫।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের লড়াকু পুঁজি গড়ে বি লাভ ক্যান্ডি। দুই রানের জন্য ফিফটি মিস করেন ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গা (৪৮)। দিনেশ চান্ডিমাল ৩৮ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ২৪ রান যোগ করেন দলীয় স্কোরে।
গল টাইটানসের হয়ে দুটি করে উইকেট নেন লাহিরু কুমারা ও সোনালি দিনুশা। একটি উইকেট যায় সাকিবের পকেটে।
লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংটা মোটেই ভালো হয়নি গল টাইটানসের। সোনালি দিনুশার ২৮ রানের সঙ্গে লিটন দাস পেয়েছেন ২৫ রান। সাকিবের ব্যাট থেকে আসে ১৭ রান। লাসিথ ক্রুসপুল এনে দেন ১৪ রান। তারপরও জয়ের দেখা পায়নি গল টাইটানস। ৮ উইকেটে হারিয়ে ১২৩ রানেই গুটিয়ে যায় সাকিব-লিটনদের দল।
বি লাভ ক্যান্ডির জার্সি গায়ে দুটি করে উইকেট নেন ম্যাচসেরা ওয়ানিন্দু হাসারাঙ্গা, চতুরঙ্গ ডি সিলভা ও মোহাম্মদ হাসনাইন।