× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিউইদের ধসিয়ে আমিরাতের ঐতিহাসিক জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ০২:০৩ এএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ০২:১২ এএম

কিউইদের ধসিয়ে আমিরাতের ঐতিহাসিক জয়

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে চেপে ধরেও লাভ হয়নি। জিততে জিততে ১৯ রানে হেরে গেছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু দ্বিতীয় ম্যাচে আর ছাড় পেল না কিউইরা। অতিথিদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দলটি।ক্রিকেটের যে কোনো সংস্করণে তিনবারের চেষ্টায় নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই আমিরাতের প্রথম জয়।

আরও পড়ুন : ফাইনালে উঠা হলো না সাকিব-লিটনদের

২৬ বল হাতে রেখে ছিনিয়ে নেওয়া জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতায় ফিরল স্বাগতিক আমিরাত।

আটবারের চেষ্টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রথম টি-টোয়েন্টি জিতল আমিরাত। আর নন টেস্ট প্লেয়িং দলগুলো বিপক্ষে যে কোনো সংস্করণে ৩৯ ম্যাচ খেলে এই প্রথম হারল ব্ল্যাক ক্যাপস।

মার্ক চাপম্যানের (৬৩) ফিফটির পরও ৮ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি তুলতে পারেনি সফরকারী নিউজিল্যান্ড। শাদ বোয়েস ও জেমস নিশাম তুলেন সমান ২১ রান করে।

আমিরাতের হয়ে তিন উইকেট শিকার করেন ম্যাচসেরা আয়ান আফজাল খান। দুটি উইকেট নেন মুহাম্মদ জাওয়াদুল্লাহ খান।

লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ ওয়াসিম ও আসিফ খানের দুরন্ত ব্যাটিংয়ে মাত্র তিন উইকেট হারিয়েই ১৪৪ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় আমিরাত। ৫৫ রান আসে ওয়াসিমের ব্যাট থেকে। আর ৪৮* রানে অপরাজিত থেকে যান আসিফ খান। বৃত্তি অরবিন্দ ২৫ রান এনে দেন।

কিউইদের হয়ে একটি করে উইকেট নেন মিচেল স্যান্টনার, টিম সাউদি ও কাইল জেমিসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা