প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ০৭:১১ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ০৭:১৪ এএম
এশিয়া কাপের দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদের নাম। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়েও আছে সন্দেহ। এশিয়া কাপে সুযোগ না পাওয়া রিয়াদকে ‘বিকল্প’ হিসেবে বিবেচনা করছে বিসিবি। সেই কারণে তাকে ডাকা হয়েছে বিশেষ ক্যাম্পে। যেখানে থাকবেন বিকল্প হিসেবে বিবেচনায় থাকা ৮ ক্রিকেটার।
আরও পড়ুন : কিউইদের ধসিয়ে আমিরাতের ঐতিহাসিক জয়
জানা গেছে, আজ থেকে মিরপুরে জাতীয় দলের পাশাপাশি বিশেষ এই ক্যাম্প চলবে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পটি চলবে। রিয়াদের পাশাপাশি তামিম ইকবাল থাকবেন বিশেষ ক্যাম্পে। জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতে এই বিশেষ ক্যাম্প হচ্ছে।
তামিম-মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বিশেষ এই প্রস্তুতি ক্যাম্পে থাকবেন তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তানজিম হাসান সাকিব, সাইফ হাসান ও জাকির হাসান। ক্যাম্পে ডাক পাওয়া ৮ ক্রিকেটারের মধ্যে তিনজন অবশ্য আছেন এশিয়া কাপের স্ট্যান্ডবাই তালিকায়। তারা হলেন তানজিম হাসান সাকিব, সাইফ হাসান ও তাইজুল ইসলাম।
ক্যাম্প নিয়ে গতকাল সংবাদমাধ্যমকে নির্বাচক হাবিবুল বাশার জানান, বিশ্বকাপে আগে কিংবা টুর্নামেন্ট চলাকালে বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখতে ক্যাম্প করা হচ্ছে। তিনি বলেন- ‘দেখুন, আমাদের একটা দল তো যাচ্ছেই। আমাদের বিশ্বকাপের এখনও দুই মাস সময় আছে। এই সময়ে অনেকের ইনজুরির কনসার্ন হতে পারে। সবকিছু মাথায় রেখেই আমাদের পুলটা... ৩০-৩২ জনের একটা পুল তো আছেই, সবাই যেন অনুশীলনে থাকে, যখন যাকে দরকার হয়, যদি কেউ দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়ে, যেটা খেলারই অংশ। তাহলে যেন সবাইকে সুস্থ অবস্থায় পাওয়া যায়।’
মূলত এখন ঘরোয়া ক্রিকেটে কোনো টুর্নামেন্ট না থাকায় এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে বলেও জানান বাশার। বলেন, ‘যেহেতু আমাদের এখন কোনো ঘরোয়া ক্রিকেট নেই, কেউ ক্রিকেট খেলছেন না। তাই এই সময় সবাইকে অনুশীলনে রাখাটা গুরুত্বপুর্ণ। সেটাই আসলে চেষ্টা করা হচ্ছে। যেহেতু সময় আছে, ২-১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে।’