× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপেও চোখ আছে নির্বাচকদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ০৮:৪৫ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপেও চোখ আছে নির্বাচকদের

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বসবে ওয়ানডে বিশ্বকাপ। আপাতত সব আলোচনা সেই কেন্দ্রিক। নির্বাচকদের অবশ্য নির্দিষ্ট ওই গণ্ডিতে আটকে থাকার সুযোগ নেই। সে কারণেই আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আছে নজর।

আরও পড়ুন - আজ শুরু বিসিবির বিশেষ ক্যাম্প

সূচি প্রকাশ না হলেও ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রের ওই আসরের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০২৪ সালের জুন-জুলাই মাস। অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টির বিশ্ব আসরে মাঠে নামার জন্য সময় পাবে মাত্র ৬ মাস! তাই এশিয়ান গেমস থেকেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর নির্বাচকদের।

গতকাল মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তখনই টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে নজরের কথা জানান, ‘টি-টোয়েন্টিতে দেখেন, সবশেষ বিশ্বকাপ থেকেই আমরা কিন্তু ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করছি। যদি সবশেষ বিশ্বকাপের দিকে তাকাই, বর্তমান ও ভবিষ্যৎকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। পরের বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দলটা তৈরি হচ্ছে।’

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রাখায় এশিয়ান গেমসে তরুণদের ওপর ভরসা রাখছেন নির্বাচকরা। বয়সের বাধা না থাকলেও প্রাধান্য পাচ্ছেন তরুণ ক্রিকেটাররা। এই নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘এখন আর বয়সের বাধাটা নেই, উঠিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা সেখানেই থাকার চেষ্টা করছি। তুলনামূলক তরুণ ক্রিকেটার নিয়েই দল করার চেষ্টা করেছি।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের যারা খেলে আসছে, আমাদের ভবিষ্যৎ, বর্তমানে ভালো করছেÑ এমন ক্রিকেটারদের নিয়েই দলটা গড়া হয়েছে। কারণ মাথায় তো একটা বিষয় ছিলই যে, এশিয়ান গেমসে ভালো করতে চাই। এর আগে আমরা গোল্ড জিতেছিলাম। সেটার পুনরাবৃত্তি করতে পারলে খুব ভালো লাগবে।’

এশিয়ান গেমসে এই তরুণ ক্রিকেটারদের নেতৃত্বে কে থাকবেন- এমন প্রশ্নও ছিল হাবিবুল বাশারের কাছে। ইঙ্গিত দেন ইমার্জিং কাপের অধিনায়কের ভূমিকায় থাকা সাইফ হাসানের কাঁধে উঠতে পারে এই দায়িত্ব। বিষয়টি নিয়ে হাবিবুল বাশারের ভাষ্য, ‘আমরা (এশিয়ান গেমসের অধিনায়ক) ঠিক করিনি। তবে তার (সাইফ হাসান) সম্ভাবনা বেশি। সাইফ হাসান ছাড়াও আরও কয়েক ক্রিকেটার আছে, যাদের অধিনায়কত্ব দেওয়া যেতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা