প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১১:৩২ এএম
দল বদলের গুঞ্জনের পাঠ চুকিয়ে রাতে পিএসজির হয়ে মাঠে নেমে ছিলেন কিলিয়ান এমবাপে। লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে দলকে সাফল্যও এনে দিয়েছিলেন এই ফরাসি তারকা। তবে তাতে শেষ রক্ষা হয়নি। নিজেদের ভুলে পেনাল্টি থেকে গোল করে দলকে রক্ষা করেন তুলুজের জাকারিয়া আবৌখলাল। তার গোলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। এদিকে একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শক্তিশালী নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে গত মৌসুমের ট্রেবল জয়ী দল ম্যানচেস্টার সিটি।
শনিবার রাতে, ইতিহাদে ম্যাচ হলেও নিউক্যাসলকে হারানোটা সহজ ছিল না সিটির। বেশ কজন তারকা ফুটবলারকে হারিয়ে দল গুছাতে হিমশিম খেতে হচ্ছে পেপ গার্দিওলাকে। এই অবস্থায় শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচটি সহজ হওয়ার কথা ছিল না তাদের জন্য। তবে ম্যাচ দেখতে আসা সমর্থকদের নিরাশ করেনি গার্দিওলার শিষ্যরা।
বল দখল ও আক্রমণে ঠিকই মুনশিয়ানা দেখিয়েছে দলটি। তবে গোল ব্যবধান খুব একটা বাড়িয়ে নিতে পারেনি তারা। ম্যাচের ৩১ মিনিটে ফিল ফোডেনের বাড়ানো বল বুলেট গতির শটে জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন জুলিয়ান আলভারেজ। এরপর আর গোল না হলে এই গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
এদিকে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মান অভিমান ভুলে এ ম্যাচে মাঠে নামেন এমবাপে। তবে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ফরাসি জায়ান্টরা। দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালিয়ে যাচ্ছিল দলটি। বল দখল কিংবা আক্রমণেও প্রতিপক্ষকে চাপে রেখেছিল তারা। তবে তাতেও শেষ পর্যন্ত জয় মেলেনি। ম্যাচের ৮৭ মিনিটে নিজেদের রক্ষণের ভুলে পেনাল্টি পায় তুলুজ। সেখান থেকে সমতায় ফিরে তারা। এরপর খুব বেশি সময় ছিল না ম্যাচে লিড নেওয়ার। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলে পয়েন্ট ভাগ করেছে দু’দল।