প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১১:৫২ এএম
ইনজুরিতে অনেক আগেই এশিয়া কাপ থেকে ছিটকে যান তামিম ইকবাল। রিহ্যাব ঠিকঠাক চললে নিউজিল্যান্ড সিরিজে তার ফেরার কথা। নির্বাচক হাবিবুল বাশার সুমন বিশ্বাস করেন সময়ের আগে ফিরে আসবেন তামিম।
আরও পড়ুন : ফিরেই এমবাপের গোল, দ্বিতীয় জয় সিটির
বিশ্বকাপের আগে সময় থাকায় তামিম সুস্থ হয়ে ফেরত আসবেন সেটাই ধারণা সুমনের। তার মতে, বিশ্বকাপে তামিমকে অনেক বেশি প্রয়োজন। বিশেষ করে অভিজ্ঞতা।
গতকাল মিরপুরে সাংবাদিকদের এই কথা জানান হাবিবুল বাশার। তিনি বলেন, ‘সুস্থ তামিমকে আমাদের ভীষণ দরকার। তার পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে আমাদের ভালো করার জন্য।’
তিনি আরও যোগ করেন, ‘বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতাটা, তামিমের পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছেন, নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।’
তামিম ব্যাটিং শুরু করলে দ্রুতই ফিরবেন এমন আশাও রাখছেন সুমন, ‘শুরু করুক। আমাদের হাতে সময় আছে। বিশ্বকাপ অক্টোবরে। তার আগে অনেক সময় পাচ্ছেন। আমি আশাবাদী, নিউজিল্যান্ড সিরিজের আগে ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা সামান্য ইনজুরি থাকবে। সেটা তামিম জানেন। সে ব্যাপারে নিজেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।’