প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৩:০০ পিএম
রেকর্ড ৯ কোটি ইউরোতে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে ভিড়িয়েছে আল হিলাল। শনিবার রাতে প্রথমবারের মতো নেইমারকে আল হিলাল সমর্থকদের কাছে পরিচয় করিয়ে দিয়েছে ক্লাব কর্তারা। নেইমারকে বরণ করে নিতে বর্ণিল আলোকচ্ছটার সঙ্গে কমতি ছিল না আতশবাজির। তবে এসবের চেয়ে নেইমারের জন্য বড় উপহার হতে পারত আল হিলালের জয়। যদিও সেটি এনে দিতে পারেনি তার সতীর্থরা। ভিআইপি বক্সে বসে থেকে আল ফেইহার বিপক্ষে ১-১ গোলে দলের পয়েন্ট ভাগ করা দেখেছেন নেইমার। অপর ম্যাচে আল তা’য়িকে ২-০ গোলে হারিয়েছে করিম বেনজেমা, এনগোলো কান্তে, ফাবিনিওদের আল ইত্তিহাদ।
কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন শুরুতেই নেইমারকে বরণ করে নেয় আল হিলাল। এরপর নেইমার কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যান সতীর্থদের খেলা দেখতে। তবে তাকে জয় উপহার দিতে পারেনি তার সতীর্থরা। আল ফেইহার বিপক্ষে ১-১ গোলের ড্র’য়ে পয়েন্ট ভাগ করেছে আল হিলাল।
দিনের আরেক ম্যাচে আল তা’য়িকে ২–০ ব্যবধানে হারিয়েছে আল ইত্তিহাদ। যদিও এদিন দলের তারকা ফুটবলারদের করিম বেনজেমা, এনগোলো কান্তে, ফাবিনিওদের কেউই গোল পাননি। দলের হয়ে গোল দুটি এসেছে মরক্কোর হয়ে কাতার বিশ্বকাপে খেলা আবদেররাজ্জাক হামদাল্লাহ ও বদলি নামা সৌদি উইঙ্গার সালেহ আল আমরির কাছ থেকে।
অবশ্য নেইমার ভক্তরা অপেক্ষা করছেন তাদের প্রিয় তারকাকে মাঠে দেখতে। খুব শিগগিরই সেটি হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে আল হিলালের পরের ম্যাচ বৃহস্পতিবারই মাঠে নামবেন এই ব্রাজিলিয়ান তারকা। যেখানে তাদের প্রতিপক্ষ আল রাইদ। ম্যাচটি গড়াবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১২টায়।