ওয়ানডে বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৬:১২ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৬:৪৮ পিএম
ওয়ানডে বিশ্বকাপ শুরুর ৫০ দিনেরও কম সময় বাকি। ভারতের নির্বাচকরা এখনও যাচাইবাছাইয়ের মাঝে আছেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বাদে আর কোনো দেশ এখনও ঘোষণা করেনি দল। তবে তার আগেই বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। ভবিষ্যদ্বাণীর হিড়িকে যোগ দিয়েছেন গ্রেগ চ্যাপেলও। তিনি চার সেমিফাইনালিস্ট বাছার পাশাপাশি বাজি ধরেছেন বিরাট কোহলি ও স্টিভ স্মিথকে নিয়ে।
বিশ্বকাপের দামামা বাজার আগে চ্যাপেল বাজি ধরছেন কোহলি ও স্মিথকে নিয়ে, ‘কোহলি ও স্মিথ দুইজনকে বিশ্বসেরা অল-ফরম্যাট খেলোয়াড় হিসেবে বেছে নেব। আমি মনে করি বিশ্বকাপে তাদের দুজনের আধিপত্য বজায় থাকবে।’
আরও পড়ুন:
ভারতের সাবেক কোচের মতে, স্বাগতিক হিসেবে শিরোপার দৌড়ে শেষ চারে সবার ওপরে থাকবে ভারত। চ্যাপেল বেছে নিয়েছেন সম্ভাব্য চার সেমি ফাইনালিস্ট, সেখানে এশিয়ার দুইটি দেশ রেখেছেন বাকি দুটি উপমহাদেশের বাইরের দেশ। সেমিতে নিজের ভবিষ্যদ্বাণীতে রেখেছেন পাকিস্তানকেও। সঙ্গে আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া— বেশিরভাগ বিশেষজ্ঞরা এই চারটি দলকেই সেমি ফাইনালিস্ট হিসেবে ভাবছেন, তেমনি চ্যাপেলও। তবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এখন যথেষ্ট শক্তিশালী দল। অনেকের মতো চ্যাপেলও সেমিতে তাদের দেখছেন না।