প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৬:৫৩ পিএম
অনেক জল্পনা-কল্পনার পর জামাল ভূঁইয়া যোগ দিয়েছেন আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে। গত শুক্রবার রাতে আর্জেন্টাইন তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর হয়ে নাম লেখান বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক।
আরও পড়ুন : কোহলি-স্মিথকে নিয়ে বাজি ধরছেন চ্যাপেল
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এই চুক্তিতে সই করেন জামাল। এক ফেসবুক লাইভে এসে ঘোষণাটি দেন তিনি।
রিও নেগ্রোর রাজধানী ভিয়েদমার ক্লাবটিতে সেদিন রীতিমতো উৎসবই লেগে গিয়েছিল যেন। বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তাকে দলে টানার ঘোষণা দেয় ক্লাবটি। পুরো অনুষ্ঠানটিই জামালের ফেসবুক থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
সে অনুষ্ঠানের শুরুতে সোল দে মায়োর সভাপতি আদেন ভালদেবেনিতো জামালকে স্বাগত জানিয়ে বলেন, ‘জামাল আমাদের ক্লাবের হয়ে খেলতে এসেছে। তাতে আমরা বেশ আনন্দিত। তাকে অনেক ধন্যবাদ। জামালকে দলে নিতে আমরা বেশকিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেসব আমরা ধীরে ধীরে পূরণ করতে থাকব।’
এরপর জামাল জানান তার কথা। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবল ক্লাবে যোগ দেওয়ার রোমাঞ্চ, অর্জনের প্রতিশ্রুতি আর দেশের প্রতি ভালোবাসার কথা- সব ছাপিয়ে কানে লেগে থাকল জামালের শেষ কথাটাই। বললেন, ‘বাংলাদেশে অনেকে আমাকে অনুসরণ করে। সে কারণেই আমি চাই এখানে আমার সেরা খেলাটা ঢেলে দিতে। আমি যদি এখানে ভালো খেলতে পারি, তাহলে এখানে বাংলাদেশিদের জন্য রাস্তা খুলে যাবে। ভবিষ্যতে এখানে আরও অনেক বাংলাদেশি খেলোয়াড়ের খেলার সুযোগ হবে।’
তার ক্লাব এখন আছে আর্জেন্টাইন তৃতীয় বিভাগের ফুটবল লিগে। জামালের কথায় ইঙ্গিত, ক্লাবকে ভিন্ন পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়টা তীব্রই আছে তার। তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতা আছে বেশ। অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছি আমি। আশা করছি নিজের এই অভিজ্ঞতা দিয়ে সোল দে মায়োকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারব আমি।’