প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৯:৪৪ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২২:৫২ পিএম
স্পেনের কোচ জর্জ ভিদার দিকে কয়েকটি অভিযোগ ছিল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে লা রোজাদের ১৫ জন খেলোয়াড় চিঠি দিল, ‘ভিদাকে চাই না’। ভিদা থাকলেন, সেই ১৫ জনের মাত্র তিনজনকে নিয়ে দল দিল স্পেন। এক বছর আগে খেলোয়াড় বিদ্রোহে মূল খেলোয়াড় হারিয়ে ফেলা দলটি ইংল্যান্ডকে হারিয়ে সিডনিতে আজ রূপকথা লিখল।
তৃতীয়বার বিশ্বকাপ খেলতে আসা স্পেনকে রূপকথার গল্প লিখতে সবচেয়ে বেশি যিনি সাহায্য করেছেন, সেই আইতানা বোনমাতিও চাচ্ছিলেন কোচ ভিদার পদত্যাগ। সবকিছু ছাপিয়ে মিডফিল্ডের তারকা দলে ছিলেন। দুর্দান্ত পারফর্ম করেছেন। তিন গোল এবং দুই অ্যাসিস্ট করে জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও।
আরও পড়ুন:
ব্যক্তিগত পুরস্কার নিয়ে প্রশ্ন করা হলেও স্বভাবতই বোনমাতি উচ্ছ্বসিত ছিলেন বিশ্বকাপ জেতায়। অম্লমধুর যাত্রার কথা স্মরণ করে গোল্ডেন বল জেতা বোনমাতি হাঁপাতে হাঁপাতে বলেছেন, ‘আমি এখন আকাশে উড়ছি। বলার ভাষা হারিয়ে ফেলেছি। এটা সত্যি অবিশ্বাস্য।’
বিবিসি ওয়ানের সঙ্গে কথা বলার সময় বোনমাতি বলেছেন, ‘আমি সত্যি গর্বিত, আমরা দারুণ একটি টুর্নামেন্ট কাটালাম। আমরা ভুগেছি। কিন্তু এটা ইনজয় করেছি এবং এটা আমাদের প্রাপ্য ছিল। বিশ্বকাপের আগে সবাই আমাদের লক্ষ্য সম্পর্কে জানতেন। গত এক বছরে আমরা অনেক কিছু নিয়ে কাজ করেছি এবং আমরা সবশেষে জিতেছি।’