প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২০:০৪ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ০০:৩৬ এএম
বিশ্ব নারী ফুটবলের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েছে স্পেন। প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তুলে ইতিহাস গড়েছে তারা। ইংল্যান্ডকে হারিয়ে শুধু বিশ্বকাপ ট্রফিই নয়। লোভনীয় আর্থিক পুরস্কারও পেয়েছে স্প্যানিশ কন্যারা। ফিফা নারী বিশ্বকাপের ২০২৩ আসরে ১১০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক পুরস্কার দিয়েছে ফিফা। যা আগের বিশ্বকাপের আসরের চেয়ে প্রায় তিনগুণ বেশি।
আরও পড়ুন - নারী ফুটবলে নতুন চ্যাম্পিয়ন স্পেন
বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে স্পেনের মেয়েরা পেয়েছে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭ কোটি টাকা। আর রানার্স-আপ ইংল্যান্ডের অ্যাকাউন্টে গেছে ৩০ লাখ ১৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এটা প্রায় ৩৩ কোটি টাকা।
বিশ্বকাপের তৃতীয় সেরা সুইডেন পেয়েছে ২৬ লাখ ১০ হাজার ডলার। আর চতুর্থ সেরা স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৪ লাখ ৫৫ হাজার ডলার। এবারের আসরে ৩২টি দল অংশ নিয়েছে। প্রতিটি দলের সকল খেলোয়াড়রাও আর্থিক পুরস্কার পেয়েছেন। টুর্নামেন্টের ৭৩২ নারী ফুটবলাররা দলীয় পারফরম্যান্স ভেদে ভিন্ন ভিন্ন পরিমাণের প্রাইজমানি পেয়েছেন।
চ্যাম্পিয়ন স্পেনের নারী ফুটবলাররা পেয়েছেন ২ লাখ ৭০ হাজার ডলার করে। আর রানার্স আপ ইংলিশ কন্যারা পকেটে পুরেছেন ১ লাখ ৯৫ হাজার ডলার করে। তৃতীয় ও চতুর্থ সেরা সুইডেন ও অস্ট্রেলিয়ার ফুটবলাররা পেয়েছেন যথাক্রমে ১ লাখ ৮০ হাজার ও ১ লাখ ৬৫ হাজার ডলার করে।