× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবল বিশ্বকাপ

‘ভুগতে থাকা’ আনকোরা স্পেনের বিশ্বজয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২০:৪০ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২০:৪৭ পিএম

তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে এসে চ্যাম্পিয়ন হয়েছেন বোনমাতি-কারমনারা। ছবি : টুইটার

তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে এসে চ্যাম্পিয়ন হয়েছেন বোনমাতি-কারমনারা। ছবি : টুইটার

স্পেনের নারী ফুটবল দলের কোচ জর্জ ভিদার দিকে কয়েকটি অভিযোগ ছিল। স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে লা রোজাদের ১৫ জন খেলোয়াড় চিঠি দিল, ‘ভিদাকে চাই না’। কোচ থাকলেন ভিদা, কিন্তু সেই ১৫ জনের মাত্র তিনজনকে নিয়ে দল দিল স্পেন। এক বছর আগে খেলোয়াড় বিদ্রোহে মূল খেলোয়াড় হারিয়ে ফেলা আনকোরা দলটি ইংল্যান্ডকে হারিয়ে লিখল রূপকথা।

তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা স্পেন প্রথমবার নক আউট পর্ব পেরিয়ে অবশেষে জিতে নিয়েছে শিরোপাও। কোচ ভিদার মতে, বিদ্রোহ ও বাজে সময়ের মাঝ দিয়ে গেলেও তার দল দেখিয়ে দিয়েছে কীভাবে বাজে সময়ের মোকাবিলা করতে হয়।

আরও পড়ুন: 

স্পেনকে শিরোপা জিতিয়ে স্প্যানিশদের বস বলেছেন, ‘আমরা দেখিয়েছি কীভাবে সমস্যা মোকাবিলা করতে হয়।’ বাজে সময় পার করলেও ভিদা জানতেন ‘কিছু একটা করবে তার দল’, ‘অভাবনীয় জয়, অনেক গর্বিত আমি। আমরা দেখিয়েছি সমস্যা কীভাবে কাটাতে হয়। দলটি বিশ্বাস করত এবং আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন।’

অনেক চড়াই-উতরাই, ধাক্কা কিংবা অনিশ্চয়তা—নারী বিশ্বকাপে সবকিছুর মাঝ দিয়ে গিয়েছিল স্পেন। জাপানের সঙ্গে গ্রুপপর্বে হেরে সমালোচিত হওয়া ভিদার দলটিই দাপট দেখালো ফাইনালে। ভাগ্য সহায় হলে ইংলিশ মেয়েদের জালে এক হালি গোলও ঢুকতে পারত। তবে শেষ পর্যন্ত অম্লমধুর বিশ্বকাপ যাত্রায় ট্রফি নিয়েই থামছেন লা রোজারা। ইংল্যান্ডকে কান্নায় ভাসানো দিনে বোনমাতি-কারমনারা পেয়েছেন ১-০ গোলে দাপুটে জয়, বনেছেন ফুটবলের নতুন চ্যাম্পিয়ন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা