প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১১:০৩ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১১:১১ এএম
গত মাসে বাংলাদেশ সফরের শেষ ম্যাচে মাঠে অশোভন আচরণ করেন ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। এ ঘটনার পর সব মহল থেকেই নিন্দা জানানো হয় তাকে। যার জেরে মেয়েদের ক্রিকেটের সবচেয়ে বড় শাস্তিও পেয়েছেন এই ক্রিকেটার। আইসিসি তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করে সঙ্গে কেটে নেয় ম্যাচ ফির ৭৫ শতাংশ। তবে বিষয়টি নিয়ে যে তিনি মোটেও অনুতপ্ত নন তা জানিয়েছেন হারমানপ্রীত নিজে। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড টুর্নামেন্টে অংশ নিয়ে এসব কথা জানান হারমানপ্রীত।
মিরপুরের ঘটনা নিয়ে হারমানপ্রীত বলেন, ‘আমি এ কথা বলব না, আমার কোনো কিছু নিয়ে অনুতাপ আছে। কারণ দিনশেষে খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন নিরপেক্ষতা দেখতে। একজন খেলোয়াড় হিসেবে আপনার নিজেকে প্রকাশ করার এবং কী অনুভব করছেন তা প্রকাশের অধিকার আপনার আছে।’
এর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচটি নাটকীয়ভাবে টাই হলে সেটা মানতে পারেননি হারমানপ্রীত। প্রথমে আউট হয়ে মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে স্টাম্প ভাঙেন। পরে ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চেও আম্পায়ারদের নিয়ে অশোভন মন্তব্য করেন। এমনকি কটূক্তি করতেও ছাড়েননি বাংলাদেশ নারী দলকে। যার জেরে পরে শাস্তিও পেতে হয় তাকে।