প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৫:০১ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৫:৩৩ পিএম
বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নতুন দ্রুততম মানব হয়েছেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টটি দৌড়ে ৯.৮৩ সেকেন্ডে শেষ করেন তিনি। যা তাকে দ্রুততম মানবের স্বীকৃতি দিয়েছে।
মূলত, ২০০ মিটার স্প্রিন্টে অংশ নিতে বুদাপেস্টে পা রাখেন লাইলস। এর আগেও এই স্প্রিন্টে দুটি শিরোপা আছে তার। এবার জিতলে হবে হ্যাটট্রিক। সেই হ্যাটট্রিকের দেখা পাওয়ার আগেই ১০০ মিটার স্প্রিন্টে বাজিমাত করেছেন তিনি। সবাইকে পেছনে ফেলে বনে গেছেন বিশ্বের নতুন দ্রুততম মানব।
প্রতিযোগিতায় নামার আগেও ১০০ মিটার স্প্রিন্টে ফেভারিট ছিলেন অলিম্পিকের দ্রুততম মানব মার্চেল ইয়াকবস ও ২০২২ সালে ইউজিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবের খেতাব পাওয়া ফ্রেড কার্লি। তবে তাদের বিস্মিত করে প্রথমবার ১০০ মিটার স্প্রিন্টে নেমেই রেকর্ড গড়েছেন লাইলস।
সামনে এখন অপেক্ষা নিজের প্রিয় স্প্রিন্ট ২০০ মিটারে আলো ছড়িয়ে হ্যাটট্রিক আদায় করে নেওয়া। আর সেটি করতে পারলে উসাইন বোল্টের পরে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের ‘ডাবল’ সোনা জিতবেন তিনি। সঙ্গে পূরণ হয়ে যাবে ২০০ মিটার স্প্রিন্টে হ্যাটট্রিকের স্বপ্ন।