× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির ইংরেজিও ভালো না, কটাক্ষকারীকে শাদাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৬:৫২ পিএম

হাসানকে ট্রল করা ব্যক্তির একহাত নিলেন শাদাব খান

হাসানকে ট্রল করা ব্যক্তির একহাত নিলেন শাদাব খান

আলোচনার শুরু শাদাব খানের পোস্টের কমেন্ট থেকে। টুইটারে পাকিস্তানের অলরাউন্ডার একটি ‘ফ্যাশনেবল’ ছবি পোস্ট করেন। ক্যাপশনে ইংরেজিতে লেখেন, ‘মডেলিং স্কিলসে আমি কেমন? সতীর্থদের থেকে শিখছি।’ পোস্টটি শেয়ার করেন হাসান আলি। উর্দুতে কয়েকটি লাইনও লিখে দেন। তা নিয়েই নেটিজেনদের আক্রমণ।

সতীর্থের পোস্ট শেয়ার করে হাসান লেখেন, ‘তুমি হয়তো এইভাবেই রাস্তায় বেরতে পার। তোমাকে যা সুন্দর লাগছে। দেখ আবার হারিয়ে যেও না।’ সমস্যা এই কমেন্ট নিয়ে নয়। কমেন্টের ভাষা নিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটার হয়েও হাসান কেন ইংরেজিতে লিখলো না, অভিযোগের তীর সেই দিকেই। তবে হাসান পাশে পেয়েছেন শাদাবকে। ইংরেজিকে প্রাধান্য দেওয়ার কিছু নেই জানিয়ে পাকিস্তানের অলরাউন্ডার জানিয়েছেন, মেসিও ইংরেজি জানেন না।

আরও পড়ুন: স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে শুনলেন বাবার মৃত্যুর খবর

টুইটারে এক ভক্ত কড়া ভাষায় হাসানকে তুচ্ছ্বতাচ্ছিল্য করেন। পিসিবিকে পরামর্শও দেন যাতে তারা শিক্ষিত করে হাসানদের। সেখানেই রাগ ঝেড়েছেন শাদাব। ওই টুইটকারীকে জবাবে মেসিকে উদাহরণ টেনে বলেছেন, ‘মেসিও ঠিক করে ইংরেজিতে কথা বলতে পারেন না। তাতে কোন অসুবিধা নেই। বিদেশি ক্রীড়াবিদরা ভুল ইংরেজি বললেও অসুবিধা নেই। স্বাভাবিকভাবেই থাকতে ভালোবাসি। কোন কিছু নকল করাটা ঠিক নয়। আমি আমার সংস্কৃতি নিয়ে লজ্জিত না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা