প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৮:২৩ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৮:৫৮ পিএম
চোটের কারণে এশিয়া কাপে খেলা হবে না পেসার ইবাদত হোসেনের। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে পাওয়া যাবে না এশিয়া কাপে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানান, মূলত ইবাদতকে নিয়ে কোনো ঝুঁকি নিতে না চাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইবাদত হোসেনকে রেখে গত ১২ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করে বিসিবি। তখনও রিহ্যাব কার্যক্রমের মধ্যে ছিলেন ইবাদত হোসেন। আফগানিস্তান সিরিজে পাওয়া চোট পাওয়া ইবাদত বোলিং শুরু করেন রবিবার। ছোট ছোট রান আপে বোলিং করেন তিনি। ফলে এশিয়া কাপের আগে পুরো ফিট হয়ে উঠতে পারবেন কি না সেটা সন্দিহান। তাই তাকে ছাড়াই শ্রীলঙ্কার বিমান ধরবে বাংলাদেশ।
ইবাদত হোসেনের বদলি হিসেবে কাকে দলে নেওয়া হবে সেটি এখনও জানায়নি বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ইঙ্গিত দিয়েছেন তানজিম হাসান সাকিব অথবা খালেদ আহমেদকে নেওয়া হতে পারে বিকল্প হিসেবে। তিনি বলেন, ‘ইবাদত পুরোপুরি ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাইছি না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে আমরা বদলি হিসেবে এশিয়া কাপে পাঠাব।’
কবে নাগাদ বিকল্প ক্রিকেটারের নাম জানা যাবে সেটি নির্দিষ্ট করে বলেননি নান্নু। জানান অতি শিগগিরই জানা যাবে কে হচ্ছেন ইবাদতের বিকল্প। তিনি বলেন, ‘বদলি কে হচ্ছে তা দ্রুতই জানিয়ে দেব। তবে তানজিমকে যদি এশিয়ান গেমসে পাঠানো হয় তাহলে খালেদকে এশিয়া কাপের দলে নেওয়া হতে পারে।’