প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৯:১৩ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২২:৩৪ পিএম
অবশেষে! উইম্বলডন হারের ক্ষতে প্রলেপ দিতে পারলেন নোভাক জোকোভিচ। সিনসিনাটি ওপেনে স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে দিয়েছেন সার্বিয়ার তারকা। রেকর্ড গ্র্যান্ড স্লামজয়ীর জার্সি ছিঁড়ে উদযাপনটাই আলোচনায় এসেছে বেশি। উইম্বলডনে হারার প্রতিশোধ যদিও সমানে সমান হয়নি, তবুও পুরোনো প্রতিপক্ষকে হারিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখিয়েছেন জোকো।
চলতি বছরের জুলাইয়ে উইম্বলডনের ফাইনালে জোকোকে হার মানতে হয়েছিল ২০-বর্ষী তরুণ আলকারাজের কাছে। সিনসিনাটি ওপেনে প্রায় চার ঘণ্টার লড়াই শেষে জয় পেয়েছেন টেনিস কিংবদন্তি। আবেগী হয়ে নিজের জার্সিটাও ছিঁড়েছেন কোর্টে।
এটিপি সিনসিনাটি ওপেনে রবিবার (২০ আগস্ট) রাতে প্রথম সেটে হেরে যাওয়ার পর দ্বিতীয়টিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান জোকোর। শেষ ৩ ঘণ্টা ৪৯ মিনিটের লড়াইয়ে ৫-৭, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৪) গেমে ম্যাচ নিজের করে নেন ৩৬-বর্ষী জোকো। তৃতীয়বারের মতো তিনি সিনসিনাটি মাস্টার্সের খেতাব জিতলেন।
আরও পড়ুন: স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে শুনলেন বাবার মৃত্যুর খবর
ম্যাচ শেষে জোকো বলেছেন, ‘এটা বর্ণনা করা আমার জন্য কঠিন। আমার জীবনের সবচেয়ে কঠিন খেলা ছিল এটি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা লড়াই করে গেছি। তবে একবারের জন্যও হাল ছাড়েননি আলকারাজ।’
টেনিস র্যাঙ্কিংয়ে ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ীকে ছাড়িয়ে বর্তমানে শীর্ষে আছেন আলকারাজ। দ্বিতীয় স্থানে আছেন জোকোভিচ। এই জয়ের মধ্য দিয়ে তিনি ক্যারিয়ারের ৯৫তম ট্রফি জিতলেন।