প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২০:২০ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২০:২৯ পিএম
দলবদলের গ্রীষ্মকালীন দরজা বন্ধ হতে এখনও সপ্তাহখানেক বাকি। তার আগে ২০২৩ সালে কোন দল কত অর্থ খরচ করেছে, সেই তালিকা দিয়েছে সিআইইএস ফুটবল অবসারভেটরি। সুইজারল্যান্ডের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, খরচের তালিকায় এখন পর্যন্ত ৫২৮ মিলিয়ন পাউন্ড খসিয়ে শীর্ষে আছে চেলসি। তালিকায় দুইয়ে থাকা ক্লাবটি ইউরোপের বাইরের। সৌদি প্রো লিগের আল-হিলাল খচর করেছে ৩৩০ মিলিয়ন পাউন্ড।
গবেষণা সংস্থাটি জানিয়েছে, খেলোয়াড় কেনাবেচা এবং অর্থ আসা ও খরচ করার বিষয়টি হিসাবে নিয়েছে। তাদের দেওয়া ১০টি খরুচে দলে ইংল্যান্ডের ক্লাব আছে সাতটি। দুটি আছে সৌদি আরবের। স্পেনের আছে একটি ক্লাব।
আরও পড়ুন: স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে শুনলেন বাবার মৃত্যুর খবর
সিআইএএসের তালিকায় নেই জার্মান বা ফ্রান্সের কোনো ক্লাব। আয় ও ব্যয়ের হিসেবে চেলসি আছে সবার ওপরে। ৫২৮ মিলিয়ন ইউরো খরচ করে শীর্ষে টড বোয়েলির ক্লাব।
দুইয়ে থাকা আল-হিলাল ভিড়িয়েছে নেইমারকে। তারা এখন পর্যন্ত এই বছরে খরচ করেছে ৩৩০ মিলিয়ন। আয় করেছে মোটে এক মিলিয়ন। আর্সেনাল ৪৮ মিলিয়ন আয় করেছে, খরচ করেছে ৩১৫ মিলিয়ন। মোট খরচ তাদের ২৬৭ মিলিয়ন।