প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২১:২০ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৪:১৮ পিএম
সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আনকোরা দল নিয়ে বিশ্বকাপ জিতে ফেলবে এমনটি বোধহয় ভাবেননি লুইস রুবিয়ালেস। স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি তো বটে, বৈশ্বিক আসরের বিবেচনায় স্পেনকে নিয়ে বাজিও বুঝি কেউ ধরেনি। তাই হয়তো বাঁধভাঙা উদযাপন এবং প্রেসিডেন্টের চুমুকাণ্ড।
ইংলিশদের হারানো স্প্যানিশদের পদক পরিয়ে দিচ্ছিলেন রুবিয়ালেস। আনন্দে ফুটবলারদের জড়িয়েও ধরছিলেন। তবে বিপত্তি বাঁধে তখন, যখন নারী ফুটবলার জেনি হারমোসোকে জড়িয়ে ধরে মুখে চুমু খান। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় প্রেসিডেন্ট বলেছেন, এসব ‘বাজে’ আলোচনা। তার মতে, মানুষের ইতিবাচক ভাবা উচিত। তবে তিনি ক্ষমা চেয়েছেন এমন কাণ্ডে।
আরও পড়ুন: স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে শুনলেন বাবার মৃত্যুর খবর
৪৫-বর্ষী রুবিয়ালেস বলেছেন, ‘এটা দুই বন্ধুর উদযাপনের অসাধারণ একটি মুহূর্ত। আমরা বাজে আলাপ বা কাজের জন্য এখানে আসিনি। আমি যা কিছু করেছি, খুব বেশি বাজে না। এগুলোকে উপেক্ষা করে আনন্দের বিষয় তৈরি হয়েছে, তা উপভোগ করি। এখানে যারা ইতিবাচক বিষয় দেখে না, তাদের কথা আমাকে আর বলবেন না। এটি এমন একটি বিষয়, যাতে খারাপ কিছু ছিল না।’
বিষয়টি অবশ্য ইতিবাচক হিসেবে নিয়েছেন খোদ হারমোসো, ‘বিশ্বকাপ জয়ের অপরিসীম আনন্দের কারণে এটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত পারস্পরিক অঙ্গভঙ্গি। প্রেসিডেন্ট ও আমার মধ্যে ভালো সম্পর্ক আছে। আমাদের সবার প্রতিই তার আচরণ অনুকরণীয় এবং এটি ছিল স্নেহ ও কৃতজ্ঞতার স্বাভাবিক প্রকাশ।’