× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুমুকাণ্ড নিয়ে প্রেসিডেন্ট বললেন, ‘ইতিবাচক ভাবুন’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২১:২০ পিএম

আপডেট : ২২ আগস্ট ২০২৩ ১৪:১৮ পিএম

চুমুকাণ্ড নিয়ে প্রেসিডেন্ট বললেন, ‘ইতিবাচক ভাবুন’

সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আনকোরা দল নিয়ে বিশ্বকাপ জিতে ফেলবে এমনটি বোধহয় ভাবেননি লুইস রুবিয়ালেস। স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি তো বটে, বৈশ্বিক আসরের বিবেচনায় স্পেনকে নিয়ে বাজিও বুঝি কেউ ধরেনি। তাই হয়তো বাঁধভাঙা উদযাপন এবং প্রেসিডেন্টের চুমুকাণ্ড।

ইংলিশদের হারানো স্প্যানিশদের পদক পরিয়ে দিচ্ছিলেন রুবিয়ালেস। আনন্দে ফুটবলারদের জড়িয়েও ধরছিলেন। তবে বিপত্তি বাঁধে তখন, যখন নারী ফুটবলার জেনি হারমোসোকে জড়িয়ে ধরে মুখে চুমু খান। যা  সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় প্রেসিডেন্ট বলেছেন, এসব ‘বাজে’ আলোচনা। তার মতে, মানুষের ইতিবাচক ভাবা উচিত। তবে তিনি ক্ষমা চেয়েছেন এমন কাণ্ডে।

আরও পড়ুন: স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে শুনলেন বাবার মৃত্যুর খবর

৪৫-বর্ষী রুবিয়ালেস বলেছেন, ‘এটা দুই বন্ধুর উদযাপনের অসাধারণ একটি মুহূর্ত। আমরা বাজে আলাপ বা কাজের জন্য এখানে আসিনি। আমি যা কিছু করেছি, খুব বেশি বাজে না। এগুলোকে উপেক্ষা করে আনন্দের বিষয় তৈরি হয়েছে, তা উপভোগ করি। এখানে যারা ইতিবাচক বিষয় দেখে না, তাদের কথা আমাকে আর বলবেন না। এটি এমন একটি বিষয়, যাতে খারাপ কিছু ছিল না।’

বিষয়টি অবশ্য ইতিবাচক হিসেবে নিয়েছেন খোদ হারমোসো, ‘বিশ্বকাপ জয়ের অপরিসীম আনন্দের কারণে এটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত পারস্পরিক অঙ্গভঙ্গি। প্রেসিডেন্ট ও আমার মধ্যে ভালো সম্পর্ক আছে। আমাদের সবার প্রতিই তার আচরণ অনুকরণীয় এবং এটি ছিল স্নেহ ও কৃতজ্ঞতার স্বাভাবিক প্রকাশ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা