× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার নম্বরে গাঙ্গুলির চাওয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২৩:৩৫ পিএম

চার নম্বরে গাঙ্গুলির চাওয়া

আসন্ন এশিয়া কাপ ও ঘরের মাঠে বিশ্বকাপে ভারতের সবচেয়ে আলোচিত পজিশন ৪ নম্বর। সূর্যকুমার পারফর্ম করতে না পারায় বিকল্প ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ইতোমধ্যেই এশিয়া কাপের দলে ফেরানো হয়েছে শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলকে। ফলে কে খেলবেন এই পজিশনে সেটা নিয়েও আছে ধোঁয়াশা। যদিও ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ কোনো সমস্যাই দেখছেন না চার নম্বর পজিশনে।

আরও পড়ুন : বিকল্পদের প্রস্তুত থাকতে বলেছেন হাথুরুসিংহে

গাঙ্গুলি বলেন, ‘৪ নম্বর পজিশন শুধু একটি সংখ্যা, যে কেউ এখানে মানানসই হতে পারে। আমার মনে হয় না কেউই ওপেনার বা ৩ বা ৪ নম্বর পজিশনে ব্যাট করার জন্য জন্মগ্রহণ করে। আমি এক দিনের ক্রিকেটে মিডল অর্ডারে শুরু করেছিলাম। যখন শচীন টেন্ডুলকার অধিনায়ক ছিলেন, তখন আমাকে ওপেন করতে বলা হয়েছিল। শচীন নিজেও ৬ নম্বরে ব্যাট করেছেন। পরে ওপেনিংয়ে এসে বিশ্বমানের খেলোয়াড় হয়ে ওঠেন।’

তিনি আরও বলেন, ‘সুতরাং যে কেউ ৪ নম্বরে খেলতে পারে। বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুল আছে। তারা ভারতের অসাধারণ প্রতিভা। আমার মনে হয়, এই পজিশনের জন্য রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও নির্বাচকদের এখনই সিদ্ধান্ত নিতে হবে এবং তাদের বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যেতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা