প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১২:৪৭ পিএম
শ্রীলঙ্কায় পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫৯ রানে অলআউট হওয়ার পরও খুব একটা বিচলিত মনে হয়নি আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদীকে। বোলিং নিয়ে নিজের খুশির কথা জানিয়ে কেবল বলেন, ব্যাটিংয়ে শর্ট নির্বাচনে আরও স্মার্ট হতে হবে আমাদের। আশাকরি পরের ম্যাচেই সিরিজে ফিরব। আফগানদের সিরিজে ফেরার সেই ম্যাচ আজ। আত্মবিশ্বাসী পাকিস্তানের সামনে সিরিজ বাঁচাতে দুপুর সাড়ে তিনটায় হাম্বানটুটায় মাঠে নামবে আফগানরা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে সিরিজ জয়ের কাজটি সহজ করে রেখেছে বাবর আজমের দল। দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চাই তারা। এশিয়া কাপের আগে নিজেদের সব ডিপার্টমেন্টেই প্রস্তুত করতে চায় দলটি। গত ম্যাচের ভুল শুধরে এ ম্যাচে পরিণত ব্যাটিং করাটাই লক্ষ্য পাকিস্তানের।
পাকিস্তানি ব্যাটারদের উন্নতির জায়গা দেখছেন বাবর। প্রথম ওয়ানডের পর তিনি বলেন, ‘উইকেট কিছুটা শুষ্ক বলে মনে হয়েছিল। তবে আমরা আগেভাগেই উইকেট হারিয়ে ফেলি এবং তারপর ইমাম এবং ইফতিখার আমাদের একটি শালীন স্কোর করতে সাহায্য করেছে। তবে আমরা ২৫০ করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত পারিনি। কোনো চাপ নেই আমাদের ওপর। সবসময় আমার ভুল থেকে শিখেছি। আমরা ইতিবাচক থাকতে চাই।’
এর আগে প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে আফগানদের ২০২ রানের টার্গেট ছুড়ে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ইমাম। এরপর অবশ্য বল হাতে দলকে সাফল্য এনে দেন পাকিস্তানের তিন পেসার হারিস রউফ, শাহিন আফ্রিদি ও নাসিম শাহ। রউফের শিকার পাঁচ উইকেট। তাদের দিনে আফগানরা গুটিয়ে যায় মাত্র ৫৯ রানে। ১৪২ রানের জয়ে ১-০ তে সিরিজে লিড নেয় পাকিস্তান।