প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৩:১৬ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৩:৪৩ পিএম
ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবল ছেড়ে সৌদির ক্লাব আল হিলালে নাম লেখানোর পর থেকেই নেইমারকে নিয়ে হচ্ছে সমালোচনা। অনেকের দাবি, নেইমারের প্রতিভা শেষ হবে এখানেই। একটি ব্যালন ডি’অর না জিতেই ক্যারিয়ারের ইতি টানবেন নেইমার। ভক্তদের কাছে আজন্ম আক্ষেপের এক নাম হয়ে রইবেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে তেমনটি অবশ্য মনে করেন না সাবেক বায়ার্ন ও রিয়াল মাদ্রিদ তারকা পল ব্রাইটনার। বরং, ইউরোপের ফুটবল থেকে নেইমারকে নিয়ে যাওয়ায় সৌদিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে লম্বা সময় চোটে মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রায়শই পাওয়া যায়নি নেইমারের সার্ভিস। সবশেষ পিএসজির চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ম্যাচেও ছিলেন না তিনি। তবে তার এই চোটকে অভিনয় মনে করেন জার্মানির এই কিংবদন্তি ফুটবলার। তার মতে সময়ের অন্যতম ‘ভুয়া’ ফুটবলার নেইমার। যে প্রায়শই চোট নিয়ে অভিনয় করেন।
পিএসজি থেকে রেকর্ড ৯ কোটি ইউরোতে নেইমারকে দলে ভেড়ানোয় সৌদি আরবের ক্লাব আল-হিলালকে ধন্যবাদ জানিয়ে ব্রাইটনার বলেন, ‘ধন্যবাদ, সৌদি! জনাব নেইমারকে কেনার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, যে কি না এই পৃথিবীতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ধূর্ত খেলোয়াড়দের একজন। অসাধারণ এক ফুটবলার যে কি না শুধু ডাইভ দেয় আর অভিনয় করে। ভুয়া! খুবই ধূর্ত চরিত্র! আমাকে এটা বলতেই হচ্ছে, আপনাদের ধন্যবাদ। আমাদের তাকে আর সহ্য করতে হবে না।’