প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৫:৩৫ পিএম
মেয়েদের বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে ফুটবলার জেনি হারমোসোর ঠোঁটে চুমু খান স্প্যানিশ ফুটবলের প্রধান লুইস রুবিয়ালেস। মুহূর্তেই যা ছাড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুবিয়ালেসের চুমু কাণ্ড নিয়ে শুরু হয় বিতর্ক। পরে যার জেরে ক্ষমাও চেয়েছেন রুবিয়ালেস। তবে ঘটনার নতুন মোড় নিয়েছে বুধবার রুবিয়ালেসর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফুটবলারদের সংস্থা ও ইউনিয়ন ফুটপ্রোর কাছে ভুক্তভোগী হারমোসো বিচার চাইলে। পরিস্থিতি এমন যে পদত্যাগ করতে বাধ্য হতে পারেন রুবিয়ালেস।
পরিস্থিতি সামাল দিতে শুক্রবার একটি একটি সমাবেশ ডেকেছেন রুবিয়ালেস। যেখানে নিজের ভুলের ক্ষমা চেয়ে মহিলাদের ফুটবলের প্রতি তার প্রতিশ্রুতি দেখানোর পরিকল্পনা রয়েছে তার। তবে সেটি করলেই হচ্ছে না। অনাস্থা ভোটের ডাক দেওয়া হয়েছে। যেখানে ভোট দেবেন ১৪০ সদস্য। এর মধ্যে ৪৬ জন যদি তার বিপক্ষে অনাস্থা ভোট দেয় তবে বোর্ড থেকে সরে যেতে হবে তাকে।
আরও পড়ুন:
এদিকে তার বিরুদ্ধে বিশ্বকাপ জয়ী হারমোসো যৌন হয়রানির অভিযোগ আনায় ধারণা করা হচ্ছে, দেশটির খেলাধুলার হাই কমিটির নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন রুবিয়ালস। তারাই একমাত্র সরকারী সংস্থা যারা তার কর্মের জন্য তাকে বরখাস্ত করতে পারে।