প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৯:৩৬ পিএম
ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার রীতি নিউজিল্যান্ড ক্রিকেটে বহু পুরোনো। মাঝেমধ্যে কোচিং স্টাফদেরও ছুটিতে রাখে ক্রিকেট নিউজিল্যান্ড। এরই অংশ হিসেবে বাংলাদেশে ওয়ানডে সফরে থাকবেন না নিউজিল্যান্ড দলের হেড কোচ গ্যারি স্টিড।
আরও পড়ুন - ফাইনালে কার্লসেনের কাছে হেরে গেলেন প্রজ্ঞানন্দ
তার জায়গায় ব্যাটিং কোচের দায়িত্বে থাকা লুক রনকিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্য এর আগে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ইংল্যান্ড সিরিজে বিশ্রামে থাকবেন রনকি। এ সময় ইয়ান বেল সামলাবেন কিউইদের ব্যাটিং কোচের দায়িত্ব।
সাবেক কিউই অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে পাওয়া যাবে। বিশ্বকাপে তিনি দলের সঙ্গে কাজ করবেন। বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে কোচের দায়িত্বে থাকবেন না স্টিড। সেই সময়ও হেড কোচের দায়িত্বে থাকবেন লুক রনকি। তার সহকারী হিসেবে থাকবেন ইয়ান বেল।
বিশ্বকাপের আগে আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ২১ সেপ্টেম্বর মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২৩ ও ২৬ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচও হবে মিরপুরে। সব খেলাই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।