প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২৩:২৮ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ২৩:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। শিরোপাও জিতেছেন। কিন্তু মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির অভিষেক এখনও হয়নি। রবিবার ভোরে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে হতে যাচ্ছে মেসির লিগ অভিষেক।
আরও পড়ুন : ‘দল পছন্দ হলে খেলা দেখবেন, না হলে দেখবেন না’
নিউ জার্সির রেড বুল অ্যারেনায় ইন্টার মিয়ামির জার্সি গায়ে মাঠে নামার কথা আর্জেন্টাইন এ সুপারস্টারের। এই ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ যেন আকাশ ছুঁতে চলেছে। ম্যাচটির টিকিটের মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি অন্তত সেটাই প্রমাণ করছে।
মেসির লিগ অভিষেক ম্যাচের একটি টিকিটের দাম উঠেছে ভ্যাটসহ ২৩ হাজার ডলারের বেশি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৫ লাখ ৫০ হাজার টাকা। মূল্য চড়া হলেও টিকিট কেটে মেসির খেলা দেখতে আগ্রহী সমর্থকরা। কিন্তু তাদের এখন একটাই আশঙ্কা, বিশ্বকাপ জয়ী এ সুপারস্টার বিশ্রামে থাকবেন না তো ওই ম্যাচে।
টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩২৭ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ হাজার টাকা।
ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন মেসি। তার মধ্যে ৭টি ম্যাচ খেলেছেন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর লিগ ক্লাবগুলোর টুর্নামেন্ট লিগস কাপে। শুধু তাই নয় শিরোপাও জিতেছেন মেসি। বাকি একটি ম্যাচ খেলেছেন ইউএস ওপেন কাপে। দলকে ফাইনালেও তুলেছেন।