× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপে ওয়াসিমের বিপজ্জনকের তালিকায় নেই বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩ ১৩:৪৫ পিএম

এশিয়া কাপে ওয়াসিমের বিপজ্জনকের তালিকায় নেই বাংলাদেশ

৩০ আগস্ট পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে পর্দা উঠছে এশিয়া কাপের। হাইব্রিড মডেলে হতে যাওয়া আসরটিতে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৬টি দল। আসরটির কিছুদিন পরই মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। ফলে এশিয়ার দলগুলোর প্রস্তুতির সেরা মঞ্চ হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। ৬ দলের এই এশিয়া কাপে ট্রফি জিততে পারে কোন দল। দলগুলোর শক্তিমত্তা ও দুর্বলতাই বা কোন গুলো সেসব নিয়েই চলছে কাটাছেঁড়া। এমনই এক আলোচনায় এশিয়া কাপের সম্ভাব্য শিরোপা জয়ী দল নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। যেখানে ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে এশিয়া কাপে বিপজ্জনক হিসেবে রাখলেও বাংলাদেশকে বাদ দিয়েছেন তিনি।

সম্প্রতি শ্রীলঙ্কায় আফগানিস্তানকে ৩-০ তে ওয়ানডে সিরিজ হারিয়েছে পাকিস্তান। যা তাদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গেছে। বিষয়টি পাকিস্তানকে এশিয়া কাপে ফেভারিটের তকমা দেয় কিনা এমন প্রশ্নে ওয়াসিম বলেন, ‘গতবার আমরা ভারত বনাম পাকিস্তান ফাইনালের ভবিষ্যদ্বাণী করেছিলাম কিন্তু শ্রীলঙ্কা প্রতিযোগিতা জিতেছিল। তিনটি দলই বিপজ্জনক -- যে কেউ তাদের দিনে জিততে পারে। অন্য দলগুলোও প্রতিদ্বন্দ্বিতা করছে। গতবার শ্রীলঙ্কা শিরোপা জিতেছিল, এমনকি ভারত ব্যর্থ হয়েছিল ফাইনালে ওঠার জন্য।’

আগামী ২ সেপ্টেম্বর পাল্লেকেলেতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। যা নিয়ে ওয়াসিম বলেন, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি দল দুটি কতটা সমর্থন পায়ে মাঠে। তবে অন্যান্য দলগুলিও এখানে খেলতে এসেছে তাই আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশকেও বাদ দিতে পারবেন না।’

এবারের এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটে হওয়ায় বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ দেখছেন ৫৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। তার মতে, ‘ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা যেই হোক না কেন, বোলাররা ১০ ওভার দিতে সক্ষম কি না, আমরা তা খুঁজে বের করব, আজকাল তারা সবাই চার ওভার বল করতে অভ্যস্ত। আর এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট। এটি ৫০-ওভারের প্রতিযোগিতা, টি-টোয়েন্টি নয়। যার অর্থ ভিন্ন মানসিকতা এবং ফিটনেস প্রয়োজন হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা