× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেরেও নিউজিল্যান্ডের প্রশংসায় বাটলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৬ পিএম

হেরেও নিউজিল্যান্ডের প্রশংসায় বাটলার

জয় পেলেই চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়ে যেত ইংল্যান্ডের। তৃতীয় ম্যাচে এসে সেটি অবশ্য হতে দেয়নি সফরকারী নিউজিল্যান্ড। আগের দুই ম্যাচের ব্যর্থতা ভুলে তৃতীয় ম্যাচে এসে স্বাগতিকদের ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। কিউইদের দাপুটে পারফরম্যান্সের দিনে কোনো ডিপার্টমেন্টেই সুবিধা করতে পারেনি জস বাটলারের দল। ম্যাচ শেষে তাই কিউইদের প্রশংসায় ভাসাতে ভুলেননি ইংলিশ অধিনায়ক।

এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২০২ রান জমা করে নিউজিল্যান্ড। দলের হয়ে ৫৩ বলে ৬ ছক্কা ও ৪ চারে ৮৩ রানের ইনিংস খেলেন কিউই ওপেনার ফিন অ্যালেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ বলে ৬৯ রান করেন গ্লেন ফিলিপস। মাঝে এই দুই ব্যাটারের জুটিতেই শক্ত লক্ষ্য দাঁড় করায় টিম সাউদির দল।

জবাবে বড় লক্ষ্যে পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। ৩০ রানে হারায় তিন উইকেট। এরপর সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ১৮.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৪০ রান আসে অধিনায়ক জস বাটলারের ব্যাট থেকে। কিউই বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন কাইল জেমিসন ও ঈশ সৌদি।

ম্যাচে হারলেও প্রতিপক্ষকে প্রশংসায় ভাসিয়েছেন বাটলার। বলেন, ‘জয়ের পুরো কৃতিত্ব নিউজিল্যান্ডের। তারা সত্যিই আমাদেরকে ছাড়িয়ে গেছে। টস খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা ফিন অ্যালেন এবং গ্লেন ফিলিপসের জুটি সময় মতো ভাঙতে পারিনি। তারা আমাদের কাছ থেকে ম্যাচটি কিছুটা দূরে নিয়ে গেছে। তাছাড়া এই ধরনের স্কোর তাড়া করতে যেভাবে শুরু করতে তা আমরা করতে পারিনি। আমাদের একটি ভাল পাওয়ারপ্লে দরকার ছিল। কিন্তু নিউজিল্যান্ড ভালো বোলিং করায় সেটা হয়ে উঠেনি। আমরা বড় কোনো জুটি গড়তে পারিনি। যার ফল এই বড় হার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা