প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩০ এএম
জাতীয় রেকর্ডটা তার দখলেই ছিল। দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান যেন নিজের সে রেকর্ডটাকে বারবার ভাঙার প্রতিজ্ঞাই করে বসেছেন। আরও একবার তিনি ভেঙেছেন জাতীয় রেকর্ড।
লন্ডনের কুইন এলিজাবেথ পার্কে বিশ্ব অ্যাথলেটিকস স্বীকৃত এক প্রতিযোগিতায় তিনি ১০০ মিটার স্প্রিন্ট শেষ করেছেন ১০.১১ সেকেন্ড সময় নিয়ে। আর তাতেই নিজের সেরা টাইমিং নিয়ে জাতীয় রেকর্ডটা ভেঙে ফেলেছেন ইমরান।
গত বছর ইমরান রেকর্ডটাকে বশে এনেছিলেন ১০.২৯ টাইমিং নিয়ে। সে রেকর্ডটা অবশ্য বেশি দিন টেকেনি। ইমরানুর নিজের রেকর্ডটাই ভেঙে বসেন চলতি বছর এসে।
১০.২৫ টাইমিং নিয়ে দৌড়ে শেষ করেন এশিয়া অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্ট। থাইল্যান্ডের ব্যাঙ্ককে গড়া সেই রেকর্ডটাকে তিনি টিকতে দিলেন মোটে দেড় মাস। এবার লন্ডনে ভেঙে দিলেন সেই রেকর্ডটাকে।
এটিকে জাতীয় রেকর্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু জানান, ‘ইংল্যান্ডের এই প্রতিযোগিতাকে বিশ্ব অ্যাথলেটিকস স্বীকৃতি দেয়। তাই ১০.১১ সেকেন্ড টাইমিংটা ১০০ মিটারে জাতীয় রেকর্ড হিসেবে ধরা হবে। সঙ্গে সঙ্গে এটাই ইমরানের ব্যক্তিগত সেরা টাইমিং হিসেবে বৈশ্বিক সব আসরে দেখানো হবে।’
অ্যাথলেটিকস ফেডারেশন প্রেস রিলিজের মাধ্যমে ইতোমধ্যে জাতীয় রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতিও প্রদান করেছে।
চলতি মাসের শেষ দিকে চীনের হাংজুতে এশিয়ান গেমসের আসর বসবে। সেখানে অ্যাথলেটিকসের সবেধন নীলমণি হিসেবে দৌড়োবেন ইমরানুর। সেই আসরের আগে লন্ডনে তার এমন পারফরম্যান্স আশা দেখাচ্ছে অ্যাথলেটিকস ফেডারেশন ও অলিম্পিক অ্যাসোসিয়েশনকেও। এই টাইমিং ধরে রাখতে পারলে এশিয়ান গেমসের ফাইনালে খেলার সম্ভাবনাও বাড়বে বৈকি!
১০.১১ অবশ্য ইমরানের সেরা টাইমিং নয়। গত বছর অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে তিনি দৌড়েছিলেন ১০.০১ সেকেন্ডে। তবে ইসলামিক গেমসের সেই টাইমিং বিশ্ব অ্যাথলেটিকস থেকে স্বীকৃতি পায় না। সে কারণে তা জাতীয় রেকর্ডও হিসেবে স্বীকৃতি পায়নি।