× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ দল কবে ঘোষণা, যা জানালেন পাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৩ এএম

বিশ্বকাপ দল কবে ঘোষণা, যা জানালেন পাপন

এশিয়া কাপের দলই হবে বিশ্বকাপের দল- বেশ কয়েকবার এই কথার পুনরাবৃত্তি করেন বিসিবি সভাপতি, বোর্ড পরিচালক ও নির্বাচকরা। তবে পরিস্থিতির কারণে বদলে গেছে অবস্থা। বিশ্বকাপ দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। তাই আইসিসির নির্ধারণ করে দেওয়া শেষ দিনেও জানা যাবে না বাংলাদেশের বিশ্বকাপ দল।

অপেক্ষা করতে হবে নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত। আইসিসির নির্ধারিত সময় অনুযায়ী আজকের মধ্যে দিতে হবে বিশ্বকাপ দল। আর এই দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সুযোগটাই নেবে বাংলাদেশ দল। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল ধানমন্ডিতে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি। ওই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি নিশ্চিত করে পাপন বলেন, ‘আমাদের একটা পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনাটা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। যেমন আমাদের ওপেনার ছিল লিটন ও তামিম। ওরা তো এখন সুস্থ নয়। চ্যালেঞ্জটা বুঝতে হবে। ওদের ছাড়া নাম পাঠাব? অবশ্যই না। আমরা এখন হয়তো লজিস্টিকের কারণে একটা দল দিতে পারি। তবে সেটা মূল দল না। মূল দলটা ২৬ অথবা ২৭ তারিখের দিকে দিতে পারি।’

এদিকে এশিয়া কাপ দলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা অনুশীলন করছে মিরপুরে। তাদেরকে নিয়েও আশার বাণী শোনান বিসিবি সভাপতি। ইঙ্গিত দেন, নিউজিল্যান্ড সিরিজে সুযোগ মিলতে পারে মিরপুরে অনুশীলনরত ক্রিকেটারদের যে কারও।

বলেন, ‘আমার মনে হয়, নিউজিল্যান্ড সিরিজে মোসাদ্দেক, রিয়াদদের খেলার সুযোগ থাকবে।’ নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখতে চাওয়ার অপেক্ষা জানিয়ে পাপন বলেন, ‘নিউজিল্যান্ড সিরিজটা দেখব। যারা নাকি এখানে আছে তারাও সুযোগ পাবে।’

এশিয়া কাপের প্রাথমিক দলে থাকলেও খেলা হচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। তাকে নিয়ে বিসিবি সভাপতি জানান, রিয়াদকে বিশ্বকাপ দলে না থাকার কোনো কারণ দেখছেন না। দলে ইনজুরি সমস্যা থাকায় বিশ্বকাপ দলের স্ট্যান্ডবাই ক্রিকেটারদেরও সুযোগ মিলতে পারে বলে বিশ্বাস তার।

এই নিয়ে পাপন বলেন, ‘আমাদের খেলোয়াড়রা ইনজুরিপ্রবণ বেশি। কাল (রবিবার) যেমন দেখেন শান্ত ব্যথা পেল। মিরাজ ব্যথা পেয়েছে। এর আগের ম্যাচে মুস্তাফিজ ভুগেছে। নিয়মিত বদল লাগবে। আপনারা যদি মনে করেন ১১ জন খেলে আসবে তা ভুল, নিয়মিত পরিবর্তন লাগবে। স্ট্যান্ডবাই যারা আছে তাদের ছোট করার দরকার নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা