প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:৩১ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:০২ এএম
এশিয়া কাপের শুরুর দিকে জানানো হয়েছিল, শারীরিক অসুস্থতার কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন লিটন দাস। আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিতের রাতে আরেকটি সুখবর যোগ হয়েছে।
জ্বর থেকে সুস্থ হওয়া লিটন দাস গতকাল রওনা হয়েছেন লাহোরের উদ্দেশে। বিসিবি পরিচালক ও এসিসির টেকনিক্যাল কমিটির সদস্য আকরাম খান মনে করেন, লিটন এলে তিনি দলে অটো চয়েস হিসেবে যোগ দেবেন।
লিটন যোগ দিলে ওপেনার হিসেবে কে বাদ পড়বেন, এমন প্রশ্নের জবাবে আকরাম বলেছেন, ‘ও অনেক ভালো খেলোয়াড়। অনেক উঁচুমানের। গত তিন-চার বছর দারুণ খেলে আসছে এবং অভিজ্ঞও। আমার মনে হয় লিটন যদি দলে আসে তাহলে শক্তি বাড়বে। বিশেষ করে ব্যাটিংয়ে, যেটা নিয়ে বাংলাদেশ দল এখন চিন্তিত। ও ভালো করতে পারলে সেটা আমাদের জন্য ভালো হবে। লিটন এলে ও অটো চয়েস হিসেবে থাকবে। টিম ম্যানেজমেন্ট আছে, ওনারা চিন্তা করবেন কাকে ওপেনে খেলাবেন। মিরাজ তো ওই দিন ভালো খেলেছে। নাঈম খেলবে কি না সেটা নিশ্চিত করবে টিম ম্যানেজমেন্ট।’
আকরামের মতে, বাংলাদেশ এবার বড় চ্যালেঞ্জে পড়েছে, বিশেষ করে এখন বড় দলগুলোর দুর্দান্ত সব বোলিং সামলাতে হবে। তবে বাংলাদেশের সাবেক তারকা আশাবাদী, ‘সুপার ফোরে পাকিস্তানের বোলিং কিন্তু আফগানিস্তানের মতো সহজ হবে না। ওদের অনেক কোয়ালিটিসম্পন্ন বোলার আছে, ব্যাটসম্যানও আছে, টিমটাও দারুণ। এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। তা ছাড়া পাকিস্তান কিন্তু তাদের মাটিতে অনেক ভালো। তবে আমাদের ব্যাটাররা যেমন শান্ত, সাকিব, মিরাজ ওরা বেশ রিদমে আছে। সাকিব কিন্তু দারুণ ব্যাট করেছে, মুশফিকও ভালো করেছে। তবে এদের সঙ্গেও যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের জন্য বেশ ভালো হবে।
সুপার ফোর নিশ্চিতের পর আকরাম বাংলাদেশ দলের পারফর্ম আতশকাচের নিচে এনেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে একটু ভালো খেললে জিততে পারতাম। আমাদের সমস্যা হচ্ছে ব্যাটিং। আফগানদের বিপক্ষে উইকেটটা ভালো ছিল, আমরাও লাকি যে টস জিতে আগে ব্যাটিং করেছি। খেলোয়াড়রাও খুব ভালো ব্যাটিং করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের অ্যাপ্রোচটা খুব ভালো ছিল। আগে যে ফিল্ডিং ও বোলিংয়ের সমস্যা তা অনেকটা কেটে গেছে। এ দুই বিভাগে দল অনেক দিন থেকে ভালো করছে। আমাদের চিন্তার বিষয় ব্যাটিং। যদি ক্যান্ডিতে খেলা হয় তাহলে আগের ম্যাচ থেকে ৫০ রান কম হলেও ফাইট দিতে পারব। দ্বিতীয় ম্যাচে যেভাবে রান পেয়েছি এখানে তা অনেক কঠিন হবে, সেটা মাথায় রাখতে হবে।’