প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:১০ পিএম
চলতি বছর মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। চোটের কারণে লম্বা সময় ধরেই মাঠের বাইরে তিনি। চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে অংশ নিয়েছিলেন, কিন্তু অনুশীলনে ফের চোটে পড়ায় তাকে ফিরতে হয়েছে দেশে।
ধারণা করা হচ্ছিল, আসন্ন বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে সিরিজে দলে ফিরবেন এই অজি অলরাউন্ডার। হচ্ছে না সেটিও। বর্তমানে অনাগত প্রথম সন্তানের অপেক্ষায় আছেন তিনি। স্বপ্ন দেখছেন বিশ্বকাপে খেলার।
লম্বা সময় ক্রিকেট থেকে দূরে থাকলেও ম্যাক্সওয়েলের ব্যাপারে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ান টিম ম্যানেজমেন্ট। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না অজিরা। পুরো আসরে এই অলরাউন্ডারের সার্ভিস পেতে পরিপূর্ণ ফিট ম্যাক্সওয়েলকে চায় তারা। বিশ্বকাপে পারফর্ম করতে অবশ্য আত্মবিশ্বাসী ম্যাক্সওয়েলও। প্রস্তুতিতেও কোনো ঘাটতি দেখছেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার।
ম্যাক্সওয়েল বলেন, ‘মাঠের বাইরে থাকলেও আমি কোনো চাপ অনুভব করছি না। নির্বাচক এবং স্টাফরাও আমার সঙ্গে আছেন। বিশ্বকাপের আগে হাতে সময় থাকায় তারা আমাকে কোনো চাপ দিতে চান না। আমিও তাড়াহুড়ো করছি না। ফিট হতে নিজেকে বাড়তি সময় দিচ্ছি, যাতে পুরো টুর্নামেন্ট খেলতে পারি।’