প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০৬ পিএম
সম্ভাবনা রূপ নিয়েছে শঙ্কায়। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনেক প্রশ্নের উত্তর নিজেদের পক্ষে টানতে হবে শ্রীলঙ্কাকে। যদি কিন্তুর এসব উত্তরে এশিয়া কাপের সহযোগী আয়োজকরা অবশ্য বেশকিছু ফেবারও পাবে। তবে বাংলাদেশের বিপক্ষে দারুণ জয়ে এগিয়ে থাকা লঙ্কানরা এখনও সুপার ফোর নিশ্চিতের অপেক্ষায়।
আজ গাদ্দাফি স্টেডিয়ামে লঙ্কানদের সেই অপেক্ষাকে শঙ্কায় রূপ দিতে আফগানদের করতে হবে অতিমানবীয় কিছু। লাহোরের ব্যাটিংবান্ধব পিচে প্রথমত জিততে হবে এবং সেটি হতে হবে অনেক বড় ব্যবধানে। টানা ১১ ওয়ানডে ম্যাচ জিততে থাকা লঙ্কানদের বিপক্ষে ঠিক কত বড় জয় দরকার?
রশিদ-নবীরা যদি আজ প্রথমে ব্যাট করেন, তাহলে তাদের অন্তত ৬৮ রান পেছনে লঙ্কানদের আটকাতে হবে। অর্থাৎ, যদি প্রথমে তারা ২৬৮ রান করেন, তাহলে দাসুন শানাকাদের থামাতে হবে ২০০ রানের আগে। সমীকরণটা আরেকটু জটিল প্রথমে শ্রীলঙ্কা ব্যাট করলে। লঙ্কানরা যা সংগ্রহ করবে তা অন্তত পনের ওভার থাকতে অর্থাৎ ৩৫ ওভার বা তার আগেই পেরোতে হবে আফগানদের।
সেক্ষেত্রে ২ পয়েন্ট সংগ্রহ করা শ্রীলঙ্কাকে পেছনে ফেলতে পারবে আফগানিস্তান। রবিবার বাংলাদেশ বড় ব্যবধানে জয় পাওয়ায় গ্রুপের অন্য দুই দলের শঙ্কা, বাদ পড়তে হবে দুই দলের যে কাউকে! রান রেটের জটিল প্রশ্নের উত্তর মেলাতে পারলে বাংলাদেশের সঙ্গী হবে আফগানিস্তান, সেটা না হলে শ্রীলঙ্কা।