ওয়ানডে ছাড়ছেন ডি কক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:২৯ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৪ পিএম
আসন্ন ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক করা হয়েছে টেম্বা বাভুমাকে। দলে সুযোগ হয়নি প্রতিভাবান তরুণ ডিওয়াল্ড ব্রেভিসের। এছাড়াও সুযোগ হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার লিজাদ উইলিয়ামসের। তবে এসব ছাপিয়ে আলোচনায় কুইন্টন ডি কক। ভারত বিশ্বকাপেই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
বাভুমার নেতৃত্বে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে দলে জায়গা হয়েছে রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং রাসি ভ্যান ডের ডুসেনকে। উইকেট কিপার হিসেবে কুইন্টন ডি কক ছাড়াও দলে আছেন হেনরিখ ক্ল্যাসেন। পেসার হিসেবে দলে রাখা হয়েছে ছয় জনকে। কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, লুঙ্গি এনগিডি, সিসান্ডা মাগালা, জেরাল্ড কোয়েটজি এবং মার্কো জানসেন। স্পিনার হিসেবে আছেন কেশব মহারাজ ও তাবরেজ শামসিকে।????ANNOUNCEMENT ????
— Proteas Men (@ProteasMenCSA) September 5, 2023
Quinton de Kock has announced his retirement from ODI cricket following the conclusion of the ICC @cricketworldcup in India ???? ????
What's your favourite Quinny moment throughout the years ? ???? pic.twitter.com/oyR6yV5YFZ
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপ: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসেন ডুসেন।