প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:২২ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:১৯ পিএম
এশিয়া কাপের সুপার ফোরে কাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটি সামনে রেখে এক দিন আগেই চূড়ান্ত একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। আগের দুই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।
এর আগে সুপার ফোরে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় পায় পাকিস্তান। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামলেও শেষ পর্যন্ত বৃষ্টিতে বাতিল হয়ে যায় ম্যাচটি। পয়েন্ট ভাগ করলেও সুপার ফোরে উঠে যায় পাকিস্তান। একই গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সুপার ফোর নিশ্চিত করে ভারতও।
পাকিস্তানের একাদশ : ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।