প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৭ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৭ পিএম
এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে কাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তকে পাবে না বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ বোলারদের পরীক্ষা দিতে হবে বাবার আজম-ফখর জামানদের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে। বাবর আজমের কীভাবে মোকাবেলা করবে বাংলাদেশ; ম্যাচের আগেই দিন তাই নিয়েই কথা বলেছেন তারকা পেসার তাসকিন আহমেদ।
লাহোরের ব্যাটিং বান্ধব উইকেটে বাড়তি চাপে থাকবে বোলাররা। সেই চাপ কীভাবে মোকাবেলা করবে বাংলাদেশি বোলাররা তা নিয়ে তাসকিন বলেন, ‘লাহোরে সাধারণত ব্যাটিং বান্ধব উইকেট। আমরা যখন খেলব তখন সব সময় উইকেট আমাদের পক্ষে থাকবে না। তবে ওইদিন আমরা খুব দ্রুত মানিয়ে নিতে পেরেছিলাম। সবাই খুব ভালো বল করেছে। সামনের ম্যাচেও আমরা এর থেকে ভালো বল কারার চেষ্টা করব। তবে এটা খুব ভালো বিষয় যে আমরা বিভিন্ন ধরণের কন্ডিশনে খেলছি। অভিজ্ঞতার কারণে আমরা খুব দ্রুত মানিয়ে নিতে পেরেছি। আসলে ভালো জায়গায় বল করতে পারায় ও বলে বৈচিত্র্য ছিল বলেই আমরা ভালো করেছি। আশা করি পাকিস্তানের বিপক্ষেও এর ধারাবাহিকতা থাকবে।’
তাসকিন আরও বলেন, ‘এরকম উইকেটে আসলে বোলারদের মার্জিন অনেক ছোট থাকে। একটু এদিন সেদিক হলেই সেটা বাউন্ডারি হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই বলে অনেক নিয়ন্ত্রণ রাখতে হয়। একই সঙ্গে বলে বৈচিত্র্য রাখতে হয়। তবে পাকিস্তানের ব্যাটিং আসলেই বিশ্বের অন্যতম সেরা। সহজ হবে না। তবে নিজেদের ওপর বিশ্বাস আছে আমাদের। আমরা যদি আমাদের সেরাটা দিয়ে বল করতে পারি তবে অবশ্যই তাদের কম রানের মধ্যে আটকে রাখতে পারব।’
পাকিস্তানে এই মুহূর্তে বেশ গরম অনুভূত হচ্ছে। চোটে পড়েছেন দলের সেরা ব্যাটার শান্ত। দীর্ঘ রান আপে লম্বা সময় বল করতে হয় বলে পেসারদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। বিশ্বকাপের আগে যা ভাবাচ্ছে দলের সবাইকে। এই পরিস্থিতিতে চোট থেকে দূরে থাকা কতোটা চ্যালেঞ্জিং তা নিয়ে তাসকিন বলেন, ‘শুধু পেসার নয়, যে কারো জন্যই এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা বেশ কঠিন। এটা যেহেতু আমাদের নিয়ন্ত্রণে নেই সেহেতু আমরা আমাদের পুনর্বাসনের দিকে খেয়াল রাখছি। এক্ষেত্রে দলের ফিজিও ট্রেইনার তারাও আমাদের সাহায্য করছেন। আমরা আমাদের নিজেদের দিকেও যথেষ্ট খেয়াল রাখার চেষ্টা করছি। যাতে আমরা সবাই সুস্থভাবে খেলতে পারি। এটা অবশ্যই চ্যালেঞ্জিং তবে এরমধ্যেই আমাদের খেলতে হবে।’