× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলকে বিদায় বলছেন ডি মারিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৯ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৩ এএম

ফুটবলকে বিদায় বলছেন ডি মারিয়া

সেই ২০০৮ অলিম্পিক থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনার প্রতিটি অর্জনেই জড়িয়ে আছে আনহেল ডি মারিয়ার নাম। এই তো গত বছরই কাতার বিশ্বকাপে শিরোপা নির্ধারণী ম্যাচেও দলকে এনে দিয়েছেন গোল। ঘুচিয়েছেন আলবিসেলেস্তেদের ৩৬ বছরের আক্ষেপ। সেই তিনি এবার বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন। তাকে নিয়ে এমন তথ্যই দিয়েছে ইএসপিএন আর্জেন্টিনা।

ধারণা করা হচ্ছিল, কাতার বিশ্বকাপের ফাইনালেই অবসর বলে দেবেন তিনি। তবে শেষ পর্যন্ত তা না করলেও জানান খুব বেশিদিন দলের হয়ে মাঠে নামবেন না ৩৫ বছর বয়সি এই ফুটবলার। এর পর থেকেই ভক্তদের কৌতূহল ছিল কখন বিদায় বলেন ডি মারিয়া তা জানার। এ নিয়ে অবশ্য এরপর আর কোনো কথা বলেননি তিনি।

আজও ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ম্যাচে মাঠে নেমেছিলেন ডি মারিয়া। ইকুয়েডরের বিপক্ষে জয়ের ম্যাচে তার হাতেই আর্মব্যান্ড পরিয়ে নির্ভার হয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। হতাশ করেননি তিনি। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। তবে এর পরই জানা গেছে বাছাই পর্বের ম্যাচ খেললেও পরবর্তী বিশ্বকাপ খেলবেন না তিনি। তার আগেই ২০২৪ কোপা আমেরিকা খেলে তুলে রাখবেন প্রিয় আর্জেন্টিনার জার্সি। সুযোগ করে দেবেন তরুণ প্রজন্মকে।

উল্লেখ্য, ২০০৮ সালে বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। এরপর আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১৩৩ ম্যাচ। গোল করেছেন ২৯টি। করিয়েছেন ২৭টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা