× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি লিগও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ : নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৯ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১২ পিএম

বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সৌদি লিগ নিয়ে কথা বলেছেন নেইমার— LAPRESSE

বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সৌদি লিগ নিয়ে কথা বলেছেন নেইমার— LAPRESSE

পিএসজিতে চোট, কিলিয়ান এমবাপের সঙ্গে দ্বন্দ্ব ও ফর্মহীনতা— সব মিলিয়ে ফ্রান্সে গত কয়েক বছর ভালো ছিলেন না নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যখন ক্যারিয়ার নিয়ে দোটানায়, তখন তাকে চড়া দামে টেনেছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। কিন্তু নেইমারের চুক্তির খবর আসতেই একটা কথা চাউর হয়েছে, নেইমার কি প্রতিভার অপমৃত্যু ঘটিয়ে ফেললেন না?

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেই প্রশ্নের উত্তর না দিলেও ফ্রান্সের ফুটবলের সঙ্গে সৌদির ফুটবলের পার্থক্য করে দেখিয়েছেন। নতুন ক্লাবের হয়ে এখন পর্যন্ত মাঠে না নামা হলেও প্রো লিগের দলগুলো সম্পর্কে যা ধারণা নিয়েছেন তাতে নেইমার বেশ প্রতিদ্বন্দ্বিতা দেখছেন। প্যারিসের নীল জার্সি ছেড়ে আরেকটি নীল জার্সি জড়ানোর আগে বলেছেন, এখানে চ্যাম্পিয়ন হওয়া অনেক কঠিন।

শনিবার সকাল পৌনে সাতটায় বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। বিশ্বকাপের পর চোট পাওয়া নেইমারও প্রথমবার আছেন স্কোয়াডে। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে তিনি খেলবেন কি না, তা নিশ্চিত না করলেও নেইমার জানিয়েছেন, তিনি শতভাগ ফিট নন, ‘ভালো আছি, তবে শতভাগ ফিট নেই। মাথা ও শরীর ঠিক আছে। আল হিলালের হয়ে সর্বশেষ ম্যাচটাই খেলার কথা ছিল। অনুশীলনের সময়ে আঘাত পাই, কোচ তাই না খেলানোর সিদ্ধান্ত নেয়।’

আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে থাকছে রিজার্ভ ডে

আল হিলালের হয়ে মাঠে না নামা হলেও নেইমার মাঠের বাইরে থেকে দেখেছেন প্রো লিগের খেলা। ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানেসহ আরও বড় বড় নামের ভিড়ে লিগ টাইটেল জেতা সহজ হবে বলেও মানছেন না নেইমার। ফ্রান্সের সঙ্গে সৌদি ফুটবলের পার্থক্য জানাতে গিয়ে খানিকটা রসিকতাও করেছেন, ‘এখানেও ফুটবল খেলাটা একই রকম। গোল বল, এখানেও গোল আছে। যারা সৌদি আরবের ফুটবলে নাম লিখিয়েছেন, সেসব নাম যদি দেখেন...জানি না, এটা ফ্রেঞ্চ লিগের চেয়ে ভালো কি না!’

কঠিন মানলেও শিরোপা জিততে চান নেইমার, ‘আল হিলালের হয়ে শিরোপা জিততে চাই। আমার মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। তবে সৌদি চ্যাম্পিয়নশিপ জেতা সহজ হবে না। অন্য দলগুলোও শক্তিশালী, বড় নাম আছে। রোমাঞ্চকর কিছু হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা