× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভেল্লালাগার লড়াইয়ের পরও পারল না লঙ্কানরা, ফাইনালে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪১ পিএম

ভেল্লালাগার লড়াইয়ের পরও পারল না লঙ্কানরা, ফাইনালে ভারত

বোলিংয়ে দুনিথ ভেল্লালাগায় পথটা দেখিয়েছিলেন শ্রীলংকাকে। পাঁচ ব্যাটারকে ফিরিয়ে ভারতকে আটকে রেখেছিলেন অল্পতে। জবাবে লঙ্কান ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি। শেষে নিজেই বনে গেলেন ব্যাটার। সঙ্গ পেলেন না। দাড়িয়ে থেকে নির্বাক চোখে চেয়ে দেখলেন অপর প্রান্ত থেকে ব্যাটারদের অসহায়ত্ব। ভারতকে ২১৩ রানে আটকে রেখেও লঙ্কানরা ম্যাচটা হারলো ৪১ রানে। গুটিয়ে গেল ১৭২ রানে। তাতে এশিয়া কাপের ফাইনালে উঠার স্বপ্নটা বেশ কঠিনই হয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নসদের। অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে ফাইনালে পা দিয়েছে ভারত। 

স্কোরবোর্ডে ভারতের সংগ্রহটা ঠিক যুতসই হয়নি। কোনো রকমে দুশ পেরোনো টার্গেট ছোড়া গেছে শ্রীলঙ্কাকে। ওয়ানডে ক্রিকেটে যা মামুলি। এই অল্প পুঁজিতে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারাতে বোলারদেরই নিতে হতো বড় চ্যালেঞ্জ। পাওয়ার প্লেতে ভূমিকা রাখতে হতো পেসারদের। সেই চ্যালেঞ্জই নিয়েছে জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন পেস ইউনিট। পাওয়ার প্লের আগেই লঙ্কানদের তিন টপ অর্ডারের উইকেট তুলে নিয়েছে রোহিত শর্মার দল।

এরপর সমরভিক্রমা আসালানকা কিংবা সিলভা থিতু হলেও টানতে পারেননি। একাই লড়ছিলেন ভেল্লালাগে। তবে শেষ পর্যন্ত পারলেন না তিনি। সঙ্গ পেলেন না কারোর থেকেই। লঙ্কানদের ৪ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। 

এর আগে টসে জিতে শুরুতে ব্যাট করতে নেমে দাপুটে শুরুর পর খেই হারায় ভারত। মাঝের দিকে কেএল রাহুল ও ইশান কৃষাণের ব্যাটে ধাক্কা সামলানোর চেষ্টা। দুনিথ ভেল্লালাগে ও চারিথ আসালাঙ্কার ঘুর্ণিতে কাবু দলকে শেষ দিকে ২০০ রানের গণ্ডি পার করান অক্ষর প্যাটেল। ভারতের ১০ উইকেটের সবকটি নিয়েছে শ্রীলঙ্কার তিন স্পিনার।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালানো ভারত মুখ থুবড়ে পড়েছে স্পিনে। খেলতে পারেনি পুরো ৫০ ওভার। ৪৯.১ ওভারে ২১৩ রান পর্যন্ত গিয়েই থেমেছে রোহিত শর্মাদের ইনিংস। জিততে নির্ধারিত ওভারে দাসুন শানাকাদের প্রয়োজন ২১৪ রান।

সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভেল্লালাগে আর আসালাঙ্কার ঘূর্ণি জাদুতে সামাল দিতেই বেগ পেতে হয়েছে রোহিত-কোহলিদের। ৪৭ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ভারত ১৯৭ রান তুলতেই বৃষ্টি হানা দিয়ে খেলা বন্ধ করে দিয়েছে। পরে অক্ষর প্যাটেলে চেপে দুইশ পার করে তারা।

দুনিথ ভেল্লালাগের স্পিন বিষে নীল করে প্রতিপক্ষ ভারতের উইকেট শিকার করেছেন পাঁচটি। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম ফাইফারের দেখা পেলেন লঙ্কান এ তরুণ তুর্কি। মাঠের এমন দুরন্ত পারফরম্যান্সের ধারাবাহিকতার কারণে ভেল্লালাগেকে শ্রীলঙ্কার ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে দেখছেন অনেকে। তার সঙ্গে ৪ উইকেট নিয়েছেন চারিথ আসালাঙ্কা। একটি উইকেট নিয়েছেন মহেশ থিকসেনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা