প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:০২ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৭ এএম
ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচের আগের দিন কলম্বোয় গণমাধ্যমের সামনে মুখোমুখি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে যেন একটু আক্রমণাত্মকই মনে হতে পারে। সাকিবের কাছে গণমাধ্যমকর্মীর প্রশ্ন ছিল ভারতের বিপক্ষে শেষ ম্যাচে কী চায় বাংলাদেশ?
আরও পড়ুন : শেষটায় ভারতকে হারাতে চায় বাংলাদেশ
উত্তর না দিয়ে সাকিবের পাল্টা প্রশ্ন, ‘আপনার লক্ষ্য কী থাকত?’ উত্তরে ওই সাংবাদিক বলেছেন, ‘আমি তো জিততে চাইতাম।’ এরপর বাংলাদেশ অধিনায়কও নিজের উত্তরটা দিলেন, ‘আমরাও জিততে চাইব।’
সুপার ফোরে আগের দুই ম্যাচেই পরাজয়ের পর বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজেছিল সবার আগে। এখন পর্যন্ত বাকি তিন দলের এক দল ভারত যাদের ফাইনাল নিশ্চিত; অন্য দুই দল শ্রীলঙ্কা এবং পাকিস্তান এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে ফাইনালের স্বপ্ন। ভারতের বিপক্ষে শুক্রবারের ম্যাচটা বাংলাদেশের জন্য শুধুই নিয়মরক্ষার ম্যাচ। তবে অধিনায়ক সাকিব এই ম্যাচকে শুধুই নিয়মরক্ষার ম্যাচ হিসেবে দেখতে নারাজ।
বৃহস্পতিবার প্রেস কনফারেন্সে সাকিবকে প্রশ্ন করা হয়, ‘এশিয়া কাপ থেকে তো বাংলাদেশের এখন আর চাওয়া-পাওয়ার কিছু নেই। তাহলে ভারতের বিপক্ষে ম্যাচে লক্ষ্য কী থাকবে?’ এই প্রশ্নের জবাবে সাকিবের উত্তর ছিল প্রশ্নের একেবারেই বিপরীত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই চাওয়া-পাওয়ার আছে। আমরা চাইব ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে। এটা করতে পারলেও আমাদের জন্য অনেক ভালো কিছু হবে।’
অর্থাৎ আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও সাকিবের আশা সুপার ফোরে অন্তত একটা জয় নিয়ে দেশে ফিরতে চায় দল। দলগতভাবে এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স এখন পর্যন্ত হতাশাজনক। সেই হতাশার ছাপ বিশ্বকাপে পড়বে কি না? কিংবা নিউজিল্যান্ডেও পড়তে পারে কি না এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘প্রভাব পড়তে পারে। না-ও পড়তে পারে।’
বিশ্বকাপের আগে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে দলে আসতে পারে কয়েকটি পরিবর্তন। সাকিব আগেই জানিয়েছিলেন ‘অটোচয়েজ’দের দেওয়া হবে বিশ্রাম। বিশেষ করে পেসারদের। সেক্ষেত্রে যারা সুযোগ পাবেন তাদের সামনে সুযোগ থাকছে বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণে।
সেই সঙ্গে সুযোগ পেলে এশিয়া কাপ ব্যর্থতার ভুলত্রুটি শুধরে নেওয়ার সুযোগ তো থাকছেই। আপাতত সাকিব বাহিনীর ফোকাস এখন শুধু ভারতের বিপক্ষে ম্যাচ আর সেটাতে জয় নিয়ে কলম্বো থেকে ঢাকায় ফেরা।