প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:২১ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৬ এএম
ছবি : কনমেবল
কাতার বিশ্বকাপের ডামাডোল শেষ হয়েছে আরও মাস আটেক আগে। পরের আন্তর্জাতিক উইন্ডোগুলোয় দলগুলো খেলেছিল প্রীতি ম্যাচ। সবশেষ আন্তর্জাতিক উইন্ডোয় দলগুলো নেমেছিল প্রতিযোগিতামূলক ম্যাচে। দক্ষিণ আমেরিকায় তো শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব। ইতোমধ্যে বাছাই পর্বের দুই রাউন্ড শেষে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ঘোষণা করেছে সেরা একাদশ। সেখানে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার চার ফুটবলার। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল থেকে আছেন মাত্র দুজন।
কনমেবল এই একাদশের নাম দিয়েছে ‘আদর্শ একাদশ’। সেখানে লিওনেল মেসি-নেইমারদের পাশাপাশি জায়গা হয়েছে আনহেল ডি মারিয়া, ক্রিস্টিয়ান রোমেরো ও রদ্রিগোদেরও।
এ একাদশে জায়গা পাওয়া ফুটবলারদের কেন নেওয়া হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছে কনমেবল। বাছাই পর্বের প্রথম দুই রাউন্ডে গোলের দেখা পান ব্রাজিলের রাফিনিয়া ও মার্কিনিওস। তাদের অবশ্য রাখা হয়নি এ একাদশে।
ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন নেইমার ও রদ্রিগো। আর্জেন্টিনা থেকে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ান রোমেরো, আনহেল ডি মারিয়া ও নিকোলাস তাগলিয়াফিকো। এ একাদশে জায়গা হয়নি চিলির কোনো ফুটবলারের।
কনমেবলের আদর্শ একাদশ
কামিলো ভারহাস (কলম্বিয়া), আলেকজান্ডার গঞ্জালেস (ভেনেজুয়েলা), ফেলিক্স তোরেস (ইকুয়েডর), ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), নিকোলাস তালিয়াফিকো (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল), আনহেল ডি মারিয়া (আর্জেন্টিনা), মাতিয়াস ভিয়াসান্তি (প্যারাগুয়ে), রদ্রিগো (ব্রাজিল), লিওনেল মেসি (আর্জেন্টিনা), নিকোলাস দে লা ক্রুজ (উরুগুয়ে)।