প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫৯ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:১২ পিএম
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে। এর পরই নাসিম শাহকে না পাওয়ার শঙ্কার কথা জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি। দিয়ে রেখেছেন ছোট একটি ইঙ্গিত।
৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। সেই ম্যাচে নাসিম খেলবেন কি না এখনও নিশ্চিত নয়।
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নাসিম। একই ম্যাচে চোটের কারণে ম্যাচের মাঝেই ছিটকে যান হারিস রউফ। নাসিমের চোটের ব্যাপারে বৃহস্পতিবার রাতে ম্যাচ শেষে বাবর আজম বলেন, ‘হারিস রউফের অবস্থা ভালো। তার একটু টান লেগেছে। কিন্তু সে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবে। নাসিম শাহও তাই...তাদের (চোটে) পার্থক্য আছে। সুস্থ হয়ে উঠতে কত দিন লাগবে, জানি না। তবে আমার মতে, নাসিমকেও বিশ্বকাপের শেষ দিকে পাওয়া যাবে। দেখা যাক কী হয়।’
অধিনায়ক বিশ্বকাপের শুরুর দিকে নাসিম শাহকে না পাওয়ার আশঙ্কা করলেও পিসিবি এখনও দেয়নি কোনো আনুষ্ঠানিক বার্তা। আপাতত চিকিৎসার জন্য দুবাইয়ে আছেন এই পেসার। নাসিমের চোটে পড়ার ঘটনা নতুন নয়। ক্যারিয়ারের শুরুর দিকে ২০ বছর বয়সি এই পেসার পিঠের চোটের কারণে প্রায় ১৪ মাস মাঠের বাইরে ছিলেন। পরে আবার ছয় সপ্তাহের জন্য কাঁধের চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয় এই ডানহাতি পেসারকে।