প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৮ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৬ পিএম
এশিয়া কাপের এবারের আসরে অন্যতম ফেবারিট ছিল পাকিস্তান। তবে সুপার ফোর থেকেই বিদায় ঘটেছে তাদের। ভারতের পর শ্রীলঙ্কার কাছে হেরেছে। এমন হারের পর ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সবাই সমালোচনায় মুখর দলের।
পাকিস্তানের হারের কারণ হিসেবে সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা মনে করেন, চাপ নিতে পারেনি দল। বলেন, ‘খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হয়েছে। কিন্তু পাকিস্তান লাইনের ওপাশে যেতে পারেনি। এ পাড়েই রয়ে গেছে। এখান থেকে এখন বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে, ফাইনালের পথ বন্ধ হয়ে গেল। আসলে ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারের পর মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছিল পাকিস্তান, যার প্রভাব এ ম্যাচেও পড়েছে। দেখে মনে হচ্ছিল, দলকে বাধ্য করা হয়েছে ধীরেসুস্থে খেলতে। খুব সতর্কতার সঙ্গে খেলছিল, যেন ভুল না হয়। এরপর আউট হয়ে গেলে কী হবে, এমন ভাবনা দলকে পেয়ে বসেছিল। এ রকম পরিস্থিতিতে দল আর মন খুলে খেলতে পারে না। এ রকম হলে চাপের মুখে প্রতিপক্ষ জিতে যায়।’
তার মতে, পাকিস্তানের শ্রীলঙ্কার কাছে হারের অন্যতম কারণ টপ অর্ডারের ব্যর্থতা। এ নিয়ে রমিজ বলেন, ‘বাবর আজম ও টপ অর্ডারকে খেলার সময় খুবই দ্বিধান্বিত মনে হচ্ছিল; যদিও আবদুল্লাহ শফিক একটি সাবলীল ইনিংস খেলেছে। কিন্তু ম্যাচের ওপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দরকার ছিল, পাকিস্তানের খেলায় তা ছিল না। রিজওয়ান ভালো করেছে। ইফতেখারের সঙ্গে শেষের দিকে গিয়ে ইনিংসটা দাঁড় করিয়েছে। পাকিস্তান আক্রমণ করে, কিন্তু অনেক পরে গিয়ে সেটা করে। স্পিন খেলতেও অনেক সমস্যা হচ্ছে। স্পিন ভালো হলে আমাদের ব্যাটসম্যানরা ফেঁসে যায়। এ জায়গায়ও কাজ করতে হবে। সুইংকে কীভাবে খেলবেন, তা-ও ঠিক করতে হবে। হয় আগে খেলছেন বা পেছনে গিয়ে খেলছেন; এ জায়গাগুলো ঠিকঠাক করতে হবে।’
অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিয়ে অভিযোগ আছে সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির। তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং অর্ডার নির্বাচন আরও ভালো হতে পারত। আপনারা কী মনে করেন? আমার মত হচ্ছে, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার সাজানোটা একেবারেই ভালো হয়নি।’